২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০১:১৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


উন্নয়ন বেকার যুবকের কান্না থামাতে পারছে না- ফজলে হোসেন বাদশা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০৪-২০২৩
উন্নয়ন বেকার যুবকের  কান্না থামাতে পারছে না-  ফজলে হোসেন বাদশা


“দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু বেকার যুবকের কান্না থামাতে পারছে না। যে উন্নয়ন তরুণ-যুব সমাজের বুকে আশা জাগাতে পারে না, তা তাদের কাছেও টানে না।”-বললেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  ফজলে হোসেন বাদশা। 

বাংলাদেশ যুব মৈত্রীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীয় ঢাকার তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ওই সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে  বাদশা আরো বলেন,“ দেশের কোটি কোটি যুবকের বুকে হাহাকার তুলে, সাধারণ মানুষকে বঞ্চিত করে তথাকথিত উন্নয়নের নামে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে সে উন্নয়ন দিয়ে জনগণের কি হকে? তাই সারাদেশের যুব সমাজের অধিকার আদায়, কর্মসংস্থান ও সাধার মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার দায়িত্ব যুব মৈত্রীকেই নিতে হবে।”

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার সংগ্রামের দায়িত্বও আমাদেরকেই পালন করতে হবে। কারণ মুক্তিযুদ্ধের চেতনা আজ শাসকগোষ্ঠীর মাথার ভার হয়ে গেছে। আমরা বেইমান,মির্জাফর নয়। আমরা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার সংগ্রাম চালিয়ে যাব।”

বাংলাদেশের যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণষ সম্পাদক তাপস দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি সাদাকাত হোসেন বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কিশোর রায়, সাবেক সভাপতি মোস্তফা আলমগীর রতন, বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলো, যুব মৈত্রীর কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মীর ফিরোজ আলম প্রমুখ।


শেয়ার করুন