০৩ মে ২০১২, শুক্রবার, ৬:০৫:২১ পূর্বাহ্ন


মার্চ মাসে মেক্সিকো সীমান্তে রেকর্ড ২ লাখ ১০ হাজার অভিবাসীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
মার্চ মাসে মেক্সিকো সীমান্তে রেকর্ড ২ লাখ ১০ হাজার অভিবাসীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র টেক্সাসের এল পাসোতে রিও ব্রাভো নদী পার হওয়ার পর আশ্রয়প্রার্থী অভিবাসীদের আটক করছে যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোল এজেন্টরা


যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপ গত মার্চ মাসে মেক্সিকোর সাথে সীমান্ত অতিক্রম করার চেষ্টাকালে ২ লাখ ১০ হাজার অভিবাসীকে গ্রেফতার করেছে। যা গত দুই দশকের মধ্যে এক মাসে গ্রেফতার হওয়া সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসী। মার্চ মাসে গ্রেফতার হওয়া অবৈধ অভিবাসীর এই সংখ্যা এক বছরের আগের একই মাসের তুলনায় ২৪ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করার পর, তার রিপাবলিকান পূর্বসুরি, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক কট্টর অভিবাসন নীতি পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বহু সংখ্যক অভিবাসী সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করতে থাকলে, অপারেশনাল এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রেই প্রেসিডেন্ট বাইডেনকে বেগ পেতে হয়েছে।

রিপাবলিকানরা, নভেম্বরের ৮ তারিখের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা করছেন। তারা বলেছেন, ট্রাম্প-যুগের নীতিগুলির থেকে সরে আসার ফলে আরো অবৈধ অভিবাসীকে এদেশে ঢুকতে উত্সাহিত করেছে।

সাম্প্রতিক মাসগুলিতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের অর্ধেকেরও বেশি যথারীতি মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভাদরের মতো দেশ থেকে আসা। পাশাপাশি ক্রমবর্ধমানভাবে ইউক্রেন এবং রাশিয়াসহ আরো দূরবর্তী স্থান থেকেও অভিবাসীরা আসছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগামী সপ্তাহে প্রতিদিন প্রায় ১৮ হাজারের মতো অভিবাসী প্রত্যাশীকে ঠেকানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

গত ১৫ এপ্রিল রাতে আদালতে দায়ের করা মামলার পরিসংখ্যান থেকে মাসে ২ লাখ ১০ হাজার অভিবাসী গ্রেফতারের খবরটি জানা যায়। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের পরিসংখ্যান অনুসারে, ২০০০ সালের ফেব্রুয়ারির পর থেকে এটি এক মাসে গ্রেফতারের সর্বোচ্চ রেকর্ড। আদালতের ফাইলে বলা হয়েছে, অন্য ১১ হাজার অভিবাসী কোন রকম বৈধ ভিসা বা অনুমতি ছাড়াই মার্চ মাসে দণি-পশ্চিম সীমান্ত দিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল।

আদালতের নথি থেকে জানা যায়, মার্চ মাসে বহিষ্কৃত অভিবাসীদের প্রায় অর্ধেককে অধ্যাদেশ ৪২-এর অধীনে বহিষ্কার করা হয়।


শেয়ার করুন