২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৯:১৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান


ওয়েস্টইন্ডিজ সফরে বাংলাদেশ
টেষ্টে ব্যাটিং ব্যার্থতা অব্যাহত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২২
টেষ্টে ব্যাটিং ব্যার্থতা অব্যাহত বিপর্যয়ে বল ছেড়ে শুধু উইকেট সেভ করে ক্রিজে টিকে থাকার রীতি। সাকিব কত উপরের বল অহেতুক নিয়ন্ত্রনে আনার চেষ্টায়। দলের সব ব্যাটসম্যানই এমন আনাড়ী ব্যার্টিংয়ে অব্যাহত রেখেই চলেছেন/ছবি সংগৃহীত


বাংলাদেশ টেষ্টস্কোয়াডের ব্যাটিং বিপর্যয় অব্যাহত। ইতিহাসে ১০০ এর নীচে বা আশপাশে থাকা ব্যার্থ ইনিংসের তালিকায় আবারও যোগ হয়েছে একটি। সেটা চলমান ওয়েষ্টইন্ডিজ সফরে এন্টিগাতে। এবার ১০৩ এ অলআউট চরম ব্যাটিং ব্যার্থতা অব্যাহত রেখে। চলতি বছরের গোড়ার দিকে দক্ষিন আফ্রিকা সফরে দুই টেষ্টের দুই ইনিংসের একটি করে ছিল যথাক্রমে ৫৩ (ডারবান), ৮০  পোর্ট এলিজাবেথ এ।

দেশে ফিরেও ওই ধারাবাহিকতায় থেকে শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়। টেষ্ট সিরিজে হেরে যায়। ওয়েষ্টইন্ডিজ সফরের ওই অবস্থার পরিবর্তনের অঙ্গীকার ছিল। কিন্তু মাঠের খেলাটা তো খেলতে হবে। চরম ব্যার্থতা ধারা অব্যাহত। 


বিশেষ করে বিসিবি যখণ সিনিয়র ক্রিকেটার ছাটাইয়ের উদ্যোগ নিয়ে অপেক্ষকৃত তরুনদের নিয়ে টেষ্ট দলটা সাঝাতে চাচ্ছে, তখনই এমন বিপর্যয় নেমে এসেছে। বাংলাদেশের ইতিহাসে ইনিংসে ১০০ এর নীচে অলআউট হওয়ার সংখ্যা ১৩ টি। আর একশ এর আশপাশে থাকা ইনিংস রান অজস্র। এন্টিগাতেও ম্যাচের শুরুতে অমন অলআউট হওয়ার অর্থ টেষ্টে লড়াইয়ের আগে আত্বসমার্পন করা। 

ব্যাটসম্যানদের এমন ব্যার্থতায় টেষ্টম্যাচের মেজাজই নেই। একটা পানসে ম্যাচে পরিণত,জয়-পরাজয়ের আগেই। 

এ ম্যাচেও বাংলাদেশের দ্বায়িত্বশীলদের চরম বিপর্যয়। বিগত সময় ব্যার্থতার দ্বায়ভার অধিনায়ক মুমিনুলের উপর চাপিয়ে ক্যাপ্টেনসী কেড়ে নিয়ে ছন্দ ফেরাতে চেয়েছিল। কিন্তু নতুন দ্বায়িত্ব নেয়া সাকিব সেটাতে শুরুতেই হোচট খেলেন।

এ ম্যাচে টসে হেরে প্রথম ব্যাটিংয়ে নেমে ১০৩ এ অলআউট হওয়ার পর স্বাগতিকরা দিন শেষে ২ উইকেট হারিয়ে ৯৫ রান করে ফেলেছে। আজ তারা প্রথম ইনিংসেই বড় একটা লীড নেবে এমনটাই মনে হচ্ছে। যাতে ইতিমধ্যেই আরেকটি ইনিংস পরাজয়ের যন্ত্রনার মানসিক যন্ত্রনা নিয়ে খেলবে সাকিব অ্যান্ড কোং। 

মুশফিক ছুটি নিয়ে নেই সিরিজে। অণ্যদের মধ্যে তামিম ও সাকিবই যা কিছু রান করেছেন। তামিম ওপেনিংয়ে ২৯ করার পর সাকিব অনেকটা ওয়ানডে স্টাইলে খেলে করেছিলেন ৫১ রান। বাকী সবার নামের পেছনে সিঙ্গেল ডিজিট।  মাহমুদুল জয়,শান্ত,মুমিনুল,লিটন,সোহান সবাই ব্যার্থ। ইনিংসে ৬টি রয়েছে শুন্য। কতটা অনভিজ্ঞ ও টেষ্টম্যাচে অনভ্যস্ত একটা দল বাংলাদেশের সেটা এখান থেকেই অনুমেয়। 

ওয়েষ্টইন্ডিজের জোসেফ,সিলস নেন তিনটি করে উইকেট। কেমার রোচ নিয়েছেণ দুটি। 

দিন শেষে ওয়েস্টইন্ডিজ করেছে ৪৮ ওভারে, ৯৫/২। ব্র্যাথওয়েট ব্যাটিং ৪২, ক্যাম্ববেল ২৪, রিফার ১১, বনার ব্যাটিং  ১২।

 মুস্তাফিজ ও ইবাদত নেন একটি করে উইকেট। 


শেয়ার করুন