২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৭:৪১:২৭ পূর্বাহ্ন


প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের সাক্ষাত
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কী তামিম?
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২৩
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কী তামিম? গনভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তামিম /ছবি সংগৃহীত


গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন তামিম ইকবাল। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মীনী ও মাশরাফি বিন মোর্তুজা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও ডাকানো হয়েছিল। বৃহস্পতিবার অশ্রুসজল অন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনার পর এ নিয়ে ক্রিকেট প্রেমীদের মাঝে তোলপাড়। এরপর তাৎক্ষনিক গণভবনে তলব করা হয় তাকে। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন দেশের অভিজ্ঞ ওই ক্রিকেটার।


তবে এ সময় কী আলাপ হয়েছে সেটা জানা যায়নি। তবে যেহেতু প্রধানমন্ত্রী তাকে দেখা করতে বলেছেন, তার অর্থ হয়তো তামিমকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা থেকে সরে আসার আহŸান জানাতে পারেন, প্রধানমন্ত্রী দেশের স্বার্থে। তামিমের হটাৎ অবসরের ঘোষনা ছিল রহস্যজনক। নাজমুল হাসান পাপন ও হেড কোচ হাতুরাসিংহের দিকেই অভিযোগের তীর। কিন্তু তামিমকে প্রয়োজন আগামী বিশ্বকাপ পর্যন্ত। যেটা মাস তিনেক পর অনুষ্টিত হতে যাচ্ছে। এ মুহুর্তে একটা সেট থেকে একজন অভিজ্ঞ ক্রিকেটারের সরে যাওয়া দলের মানসিকতায় প্রভাব পড়তে পারে।


তবে কী কারনে প্রধানমন্ত্রী ডেকেছেন সেটা নিশ্চিত না হলেও এমনটাই ধারনা করছেন সংশিলিষ্ট মহল। এর পাশাপাশি তার এ অবসর অভিমান না দলে অণ্যকিছু সমস্যা রয়েছে, সেগুলোও জানতে পারেন প্রধানমন্ত্রী। এ সংক্রান্ত বিস্তারিত জানার অপেক্ষা ক্রিকেটপ্রেমীরা।

শেয়ার করুন