৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ৬:১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬


মহিউদ্দিন দেওয়ানের জামিন লাভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
মহিউদ্দিন দেওয়ানের জামিন লাভ মহিউদ্দিন দেওয়ান


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান গত ১৪ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কুইন্স কোর্ট থেকে জামিন পেয়েছেন। এ সময় কোর্টে তার স্ত্রী, ছেলে, ভাই জসিম, বন্ধু কাজি তোফায়েল ইসলাম, মফিজুল ভূইয়া রুমি, বাবু, তপন, কেনেডি ও আযম উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, পুলিশের নির্দেশ অনুসারে মহিউদ্দিন দেওয়ান কুইন্সের ১১০ পুলিশ প্রিসেংকটে গেলে তাকে গত ১২ জুলাই বুধবার সন্ধ্যা পৌনে ৯টায় আটক করা হয়। মহিউদ্দিন দেওয়ানের ঘনিষ্ঠ এক বন্ধু জানান, পুলিশ তার বাসায় গিয়ে প্রিসিংকটে দেখা করার নির্দেশ দেয়। এ সময় মহিউদ্দীন দেওয়ান বাসায় ছিলেন না। খবর পেয়ে ২ ঘণ্টার মধ্যে তিনি প্রিসিংকটে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সৈয়দ এনায়েত আলী, কাজি তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, জেড আলম নমি ও হারুন ভুঁইয়া। প্রিসিংক্টে যাবার সঙ্গে সঙ্গে তাকে পুলিশ আটক করে।

গ্রেফতারের দিন বুধবার রাতেই মহিউদ্দিন দেওয়ান অসুস্থবোধ করেন। সকালে তাকে এলমহার্স্ট হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ২টার দিকে তাকে আবার পুলিশ প্রিসিংক্টে আনা হয়। তার পরিবার কোর্টে নিয়ে জামিনের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কোর্টের সিরিয়াল না পাওয়ায় জামিন প্রক্রিয়া বিলম্ব হচ্ছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সভায় পানির বোতল ছুড়ে মারা, হুমকি প্রদান এবং চেয়ার মারাকে কেন্দ্র কোষাধ্যক্ষ নওশাদ হোসেন সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ানের বিরুদ্ধে ৯ জুলাই রাতে মামলা দায়ের করেন। সেই মামলায় মহিউদ্দিন দেওয়াকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন