০২ মে ২০১২, বৃহস্পতিবার, ০৩:১২:১৩ পূর্বাহ্ন


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী
হাজী সেলিম নিয়ম মেনেই বিদেশ গিয়েছিলেন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২২
হাজী সেলিম নিয়ম মেনেই বিদেশ গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,/ফাইল ছবি


হাজী সেলিম নিয়ম মেনেই বিদেশ গিয়েছিলেন এবং ফিরেছেন বলে জানান দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হাজী সেলিম ১০ বছরের দন্ড মাথায় নিয়ে গত শনিবার ঢাকা ত্যাগ করার পর তোলপাড় হয়। এভাবে তিনি যেতে পারেন কি-না এ নিয়ে আইনের বৈধতা নিয়ে কথা ওঠে। তিনি ফিরবেন কি-না সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। কারন তার ১০ বছরের সাজা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি ফিরে আসেন বাংলাদেশে। 

ঢাকায় হাজী সেলিম ফেরার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘আইনগত যেটুকু প্রশ্ন আসে, হাইকোর্ট থেকে এ নির্দেশনা দিয়েছিল,তিনি সেসব সামলে রেখেই গিয়েছিলেন। তিনি একজন মাননীয় সংসদ সদস্য। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন মাথায় রেখেই তিনি গিয়েছেন। এবং আইন মেনেই ফিরেছেন।’ 

এর আগে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম বলেছিলেন, আমি মনে করি সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় হাজী সেলিমের সংসদ সদস্য পদ আর নেই। একজন সাজাপ্রাপ্ত আসামী বিদেশে জেতে পারেন না।

উল্লেখ্য, দন্ডপ্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছেনা সংশিলিষ্টরা। হাজী সেলিমের বেলায় এমনটা হওয়ায় ব্যাপক সমালোচনা হয়।  


শেয়ার করুন