২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৮:১৫:০৫ পূর্বাহ্ন


অভিবাসন বৃদ্ধিতে আমেরিকার অর্থনীতি বৃদ্ধি পাবে ৭ ট্রিলিয়ন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
অভিবাসন বৃদ্ধিতে আমেরিকার অর্থনীতি বৃদ্ধি পাবে ৭ ট্রিলিয়ন


কংগ্রেসনাল বাজেট অফিসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে অভিবাসন বৃদ্ধির ফলে মার্কিন অর্থনীতিতে আগামী দশকে অতিরিক্ত ৭ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পাবে। অভিবাসন বৃদ্ধির ফলে একটি বৃহত্তর শ্রমশক্তি তৈরি হবে, পণ্য ও পরিষেবার চাহিদা বৃদ্ধি পাবে। এই ৭ ট্রিলিয়ন ডলার আমেরিকার অর্থনীতিতে যোগ হবে অতিরিক্ত অভিবাসীদের দ্বারা। সেই সঙ্গে মার্কিন শ্রম শক্তি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আমেরিকার অভিবাসন বৃদ্ধির ইস্যুটি হট রাজনৈতিক ইস্যু।

আমেরিকায় আসা অভিবাসীদের একটি বড় অংশ ২৫ থেকে ৫৪ বছর বয়সী। এরাই সাধারণত কাজ করে, যার ফলে আমেরিকার অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এদের প্রভাব রয়েছে আমেরিকার হাউজিং মার্কেটে। কারণ তাদের অর্থ হলেই তারা বাড়ি ক্রয় করেন। ধারণা করা হচ্ছে- ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত হাউজিং সেক্টরকে উজ্জীবিত করবে।

সিবিও পরিচালক ফিলিপ সোয়াগেল বলেন, অভিবাসনের কারণে ২০৩৩ সালে ৫.২ মিলিয়ন শ্রমশক্তি বাড়বে। এর ফলে অতিরিক্ত কর রাজস্ব বাড়বে। কংগ্রেসনাল বাজেট অফিস আরো দেখেছে যে, ২০২২ সাল থেকে নিট ইমিগ্রেশন বাড়ছে এবং এটি ২০২৬ সাল পর্যন্ত বাড়তে থাকবে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, এর ফলে মার্কিন অর্থনীতি উপকৃত হচ্ছে। তিনি আরো বলেন, এদের মধ্যে কাজ করার প্রবণতা অনেক বেশি। আমেরিকানদের তুলনায় এদের কর্মশক্তিও বেশি।

শেয়ার করুন