২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৭:২৬:৩২ পূর্বাহ্ন


তৌফিকুর রহমান ফারুক আর নেই
আহবাব চৌধুরী খোকন
  • আপডেট করা হয়েছে : ২৬-০৭-২০২৩
তৌফিকুর রহমান ফারুক আর নেই তৌফিকুর রহমান ফারুক


চলে গেলেন নিউইয়র্কের জনপ্রিয় কমিউনিটি এক্টিভিস্ট ও সমাজকর্মী আলহাজ্ব তৌফিকুর রহমান ফারুক। সদা হাস্যোজ্জ্বল ও পরপোকারী তৌফিকুর রহমান ফারুক গত ২৪ জুলাই দুপুর ১২ টা ১৫ মিনিটে তার ব্রঙ্কসের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে.. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। 

 জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি ক্যান্সারে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্র, তিন ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ২৪ জুলাই সোমবার রাত ১০ টা ১৫ মিনিটে পার্কচেস্টার জামে মসজিদে নামাজে জানাযা শেষে তাকে পরদিন সকালে নিউজার্সির টটোয়া মুসলিম সিমেটারীতে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, জনাব ফারুকের দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলাস্থ দেওকলস ইউনিয়নের মাঈজগাঁও গ্রামে। তিনি প্রায় চল্লিশ বছর যাবৎ ব্রঙ্কসে বসবাস করে আসছিলেন এবং প্রবাসী বিশ্বনাথ সমিতি, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, বাংলাদেশি আমেরিকান ডেমক্রেটিক সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। ব্রঙ্কসের প্রিয়মুখ ফারুকের মৃত্যুর সংবাদে পুরো ব্রঙ্কসে নেমে আসে গভীর শোকের ছায়া। অনেকেই তাকে শেষ বারের মত দেখার জন্য তাঁর বাস ভবনে ভিড় জমান। বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন, বাংলাদেশ সোসাইটি অব বঙ্কসসহ বিভিন্ন সংগঠন তৌফিকুর রহমান ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন