০১ মে ২০১২, বুধবার, ০২:৩০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে এবার বন্দুকধারীর গুলিতে তিন আইনশৃংলাবাহিনীর সদস্য নিহত ‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ


জাতীয় পার্টির বিশেষ কর্মিসভায় সম্মেলন নিয়ে আলোচনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৬-২০২২
জাতীয় পার্টির বিশেষ কর্মিসভায় সম্মেলন নিয়ে আলোচনা জাতীয় পার্টির নেতৃবৃন্দ


জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট মিলনাতনে গত ২৫ মে সন্ধ্যায় জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার ও সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরীর আয়োজনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক বিশেষ কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় জাপার সভাপতি হাজি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, সাবেক কমিশনার মো. আলী, সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস আহমেদ, সহ-সভাপতি ডা. সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, দফতর সম্পাদক আকতার কবির, কোষাধ্যক্ষ জিএম ইলিয়াস, যুগ্ম সম্পাদক শফি আলম, মহিলা সম্পাদিকা কানিজ ফাতেমা, নিউইয়র্ক স্টেট কমিটির আবুল বশর, নিউইয়র্ক সিটি কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাতয়ি যুব সংহতির ফেরদৌস আলী প্রমুখ।

সভায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। উপদেষ্টা গিয়াস মজুমদার ও জসিম চৌধুরীর সমঝোতার আলোচনাও করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ডিসেম্বর ১, ২০২১ সালে কংগ্রেস ককাসের সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য ৫৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কিন্তু দুঃখের বিষয় জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিক একটি সংগঠন, যুক্তরাষ্ট্র ককাস সাথে কোনো সম্পর্ক নেই, শুধু মানুষকে মিথ্যা প্ররোচনা করে জাতীয় পার্টির সম্মান নষ্ট করা হচ্ছে। জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটি ২১ সদস্য বিশিষ্ট হয় এবং সময় সীমা ৯০ দিন। সেই সম্মেলন প্রস্তুতি কমিটি ৬ মাস এবং ৫৬ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি যুক্তরাষ্ট্র হয়ে যায় আহ্বায়ক কমিটি। সভা সমাবেশে ব্যানারে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি নাম ব্যবহার করা হয়। ৬ মাসের সময়সীমা অতিক্রম করে আগামী ডিসেম্বর ২০২২ ১২ মাস উত্তর্ঢু হবে। এটা সাধারণ মানুষকে বোকা বানানো ছাড়া কিছু না। এই আহ্বায়ক কমিটিও প্রয়াত চেয়ারম্যান এরশাদের ছবি ব্যবহার করেন।

গত পবিত্র মাসে রমজান উপলক্ষে ইফতার পার্টিতে সম্মেলন প্রস্তুতি কমিটির কিছু সদস্য উপস্থিত হয়ে চেয়ারম্যানের ছবিসহ ব্যানার ছুড়ে ফেলে দেন। এটা কোন আদর্শ? তারা বলেন, সমঝোতা হবে নেতা এরশাদকে সম্মান দিতে হবে। সকলের উপস্থিতিতে এই বিষয়গুলি কেন্দ্রীয় ৮ জন কো-চেয়ারম্যান এবং ৩১ জন প্রেসিডিয়াম সদস্য লিখিতভাবে জানানো হবে বলে তারা উল্লেখ করেন।

শেয়ার করুন