০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩৪:০৩ অপরাহ্ন


জেএফকেতে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৫
জেএফকেতে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ যুক্তরাষ্ট্র বিএনপির স্বাগত সমাবেশ ও আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ


জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক আগমন ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে যুক্তরাষ্ট্র বিএনপি ও আওয়ামী লীগ। গত ২২ সেপ্টেম্বর উভয় দলের পক্ষ থেকে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হয়। যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠন ড. ইউনূসের বিরোধিতা করে বিক্ষোভ করে।

জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালের নিরাপদ দূরত্বে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ করে। 

ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবীরের নিউইয়র্ক আগমনকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি জেএফকেতে স্বাগত সমাবেশ করে। সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার দিনও বিএনপি জাতিসংঘ ভবনের সামনে স্বাগত সমাবেশ আয়োজন করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জেএফকের স্বাগত সমাবেশে বিএনপির সর্বস্তরের আড়াই শতাধিক নেতাকর্মী যোগ দেন এবং নানা স্লোগান দেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, আবদুল লতিফ সম্রাট, বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাইদ, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক বদিউল আলম, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন, বিএনপি নেতা এবাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইট চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, মিজানুর রহমান, আতিকুল হক আজাদ, বদরুল হক আজাদ, ভিপি জসীম, খলকুর রহমান, শরিফ খালিসদার, বিলাল চৌধুরী, সোহরাব হোসেন, লিয়াকত আলী, আবদুস সবুর, রুহুল আমিন নাসির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণ, দেওয়ান কাউছার প্রমুখ অংশ নেন।

অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক আগমনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জেএফকেতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। ড. ইউনূস নেতৃত্বাধীন সরকারকে ‘অবৈধ ও অনির্বাচিত সরকার’ দাবি করে এর প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। তারা শেখ হাসিনার পক্ষেও নানা স্লোগান দেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের নেতৃত্বে দলের নেতাকর্মী এ সমাবেশে যোগ দেন। বিক্ষোভে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা, নূরুল আমিন বাবু, মহিউদ্দিন দেওয়ান, সোলায়মান আলী, দরুদ মিয়া রুনেল, শাহানারা রহমান, আক্তার হোসেন, মমতাজ শাহনাজ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, তানভীর হায়দার প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ ড. ইউনূসের জাতিসংঘে ভাষণ দেওয়ার দিনও একইভাবে জাতিসংঘ ভবনের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন