১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১১:৩৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ ফেব্রুয়ারী ২০২৫ ত্রোয়েদশ জাতীয় নির্বাচন ও গনভোট ফ্যাক্টচেকিং ও কনটেন্ট মডারেশন কর্মীদের ভিসা নিষেধাজ্ঞা ৮ ডিসেম্বর থেকে এফ ও এম সাবওয়ে লাইন সপ্তাহের দিনে রুট পরিবর্তন উইন রোজারিওর খুনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনে লেটিকেয়ার অস্বীকৃতিতে জাপানের প্রথম রাজধানী নারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে বয়কট নিষিদ্ধ করে অ্যাডামসের বিতর্কিত আদেশ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির ভাতিজার মাকে মুক্তির নির্দেশ বিশ্বকাপ ফাইনালে টিকেটের দাম ৬ হাজার ডলার


নেতাকর্মীদের দ্রুত মাঠে নামার আহ্বান তারেক রহমানের
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২৫
নেতাকর্মীদের দ্রুত মাঠে নামার আহ্বান তারেক রহমানের তারেক রহমান


এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ‘আর বিন্দু মাত্র সময় নষ্ট না করে মাঠে’ নামার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, আমাদের আর ঘরে বসে থাকার বিন্দুমাত্র সময় নেই। মাঠে চলে যেতে হবে, মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, পথে প্রান্তরে ঝাঁপিয়ে পড়তে হবে।”

নেতা-কর্মীদের উদ্দেশ্যে ‘পারবেন কিনা’ জানতে চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তোমাদের পারতে হবে। এর বাইরে আর এখন সময় নেই। আসুন এটাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আজকে আমাদের এই দেশগড়া পরিকল্পনার শপথ। পরিকল্পনা করেছি। এখন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।বাস্তবায়নের জন্য এখন মাঠে নেমে পড়তে হবে।

গত ৯ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলছিলেন তারেক রহমান।

‘কথার ফুলঝুড়িতে মানুষের পেটে খাবার আসবে না’

অতীতে বিএনপি সরকারে থাকাকালে বিভিন্ন কর্ম পরিকল্পনা ও তার সফল বাস্তবায়নের ‘ট্র্যাক রেকর্ড’ তুলে ধরে তারেক রহমান বলেন, কথার ফুলজুড়ি দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুলজুড়ি দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুলজুড়ি দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান করতে হলে পরিকল্পনা লাগে, জনগণের পেটে আহার দিতে হলে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে। যা একমাত্র বিএনপির আছে আর কারো নেই।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতাকর্মী একটি জিনিস মনে রাখবেন, আজ দেশের স্বাধীনতা বলেন, দেশের সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো, এই দেশের অর্থনীতি, এই দেশের নারী স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে।

দলের নেতা-কর্মীদের বিএনপি প্রণীত ‘দেশ গড়ার পরিকল্পনা’ সারাদেশে ঘরে ঘরে ‘মা-বোনদের কাছে, তুরণ প্রজন্মের কাছে, মুরব্বীদের কাছে, ইমাম-মোয়াজ্জেমদের কাছে অবশ্যই পৌঁছাতে হবে’ বলে নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, হ্যাঁ এগুলো পৌঁছাতে হবে। ইয়েস আমাদের কাছে কোনো জাদু নেই.. এটা জনগণ জানে। জনগণ দেখতে চায় বিএনপি করছে কিনা, করবে কিনা। বিএনপি ইনশআল্লাহ যদি আমরা ৪০% করতে পারি সেটি জনগণ আমাদের পাশে এসে দাঁড়াবে।

‘দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করা হবে’

তারেক রহমান বলেন, আপনারা জানেন, আজকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। বিএনপির ট্র্যাক রেকর্ড আছে আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দুর্নীতি দমন কমিশন একটি গঠন করা হয়েছিল। আপনারা সকলে না জানলেও কেউ কেউ অবশ্যই জানেন, সেই দুর্নীতি দমন কমিশনকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছিল যে, সেই কমিশন যদি সরকারের কোন একটি বিষয়ে তদন্ত করতে চাইতো সরকারের কোন পারমিশনেরই প্রয়োজন ছিল না,তারা সম্পূর্ণ স্বাধীন ছিল।

শেয়ার করুন