মান্নান-দুখু প্যানেল পরিচিতি
আগামী ২৬ অক্টোবর বিয়ানীবাজার সমিতির নির্বাচনকে সামনে রেখে মান্নান-দুখু প্যানেল গত ১৯ অক্টোবর ওজনপার্কের টুইলাইট হলে তাদের নির্বাচনী সভা ও প্যানেল পরিচিতি সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন মান্নান-দুখু প্যানেলের আহ্বায়ক নিজাম উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন মান্নান-দুখু প্যানেলের সদস্য সচিব জামাল উদ্দিন আহমেদ। প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভায় সভাপতি পদপ্রার্থী আব্দুল মান্নান বলেন, ২০২২ সাল ও ২০২৪ সালে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি পুনরায় মান্নান-দুখু প্যানেলকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। বিয়ানীবাজার সমিতির ভবন সংগঠনের নামে আনার কথা উল্লেখ করে বলেন, এটা প্রক্রিয়াধীন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে সভাপতি পদপ্রার্থী মান্নান বলেন, আমাদের ফিউনারেল প্রয়োজন। বিগত দিনে বিভিন্ন কারণে এটা করা সম্ভব হয়নি। আমরা পুনরায় নির্বাচিত হলে চেষ্টা চালিয়ে যাব ফিউনারেলের জন্য।
সেক্রেটারি পদপ্রার্থী আব্দুল হান্নান দুখু বিগত নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের সাহায্য ও সহযোগিতায় সমিতির অনেক কাজ হয়েছে। আমরা নির্বাচিত হলে সে কাজ অব্যাহত থাকবে। ভবিষ্যত পরিকল্পনার কথা উল্লেখ করে দুখু বলেন, বিয়ানীবাজারবাসির জন্য ফিউনারেল করা। সমিতির ঘর সমিতির নামে নিয়ে আসা। দুখু বলেন, তাদেরকে নির্বাচিত করা হলে সবার সম্মান রক্ষা করবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-কোষাধ্যক্ষ পদপ্রার্থী রুহেল আবদীন, সাবেক সাধারণ সম্পাদক নজমুল হক মাহবুব, ইফজাল আহমদ, সাব্বির উদ্দীন, রানা।
মঞ্চে উপবিষ্ট ছিলেন সাবেক সভাপতি বুরহান উদ্দীন কপিল, ময়নুল হোসেন, রফিক উদ্দীন তোতা, গৌছ উদ্দিন খান, নুরুল ইসলাম খান ও শরফ উদ্দিন।
প্যানেল পরিচিতি : সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি ডেভিড হাছান (স্বপন), সাধারণ সম্পাদক আব্দুল হান্নান দুখু, সহ সাধারণ সম্পাদক শাহীন এ জলিল, কোষাধ্যক্ষ রুহেল আবেদিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ তালহা, দফতর সম্পাদক আব্দুল হামিদ, জনসংযোগ ও প্রচার সম্পাদক মারুফুর রহমান মাহিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হুসেন আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন, কার্যকরি সদস্য মোহাম্মদ লুতফুর রহমান, মোহাম্মদ এফএইচ সোনার (বলাই), তোফায়েল আহমদ উজ্জ্বল, নাহিদুর রহমান, মোহাম্মদ হাকিম, সাব্বির হোসেন, খালেকুজ্জামান।