২৯ অক্টোবর ২০২৫, বুধবার, ০৮:৬:৩১ অপরাহ্ন


পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৫
পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে


প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কতটুকু স্বাধীন, নিশ্চিত নই। তবে সোশ্যাল মিডিয়ার পরস্পরবিরোধী পোস্টগুলো থেকে নিশ্চিত হওয়া সম্ভব নয় বাংলাদেশে প্রকাশ্যে বা নেপথ্যে কি ঘটছে? তবে এতটুকু আঁচ করা যায় ভালো নেই দেশের মানুষ। দুর্বল সরকার, ক্ষমতার নেশায় দায়িত্বহীন রাজনৈতিক নেতৃত্ব, সুযোগসন্ধানী আমলাদের দৌরাত্ম্যে সাধারণ মানুষদের নাভিশ্বাস অবস্থা। ব্যবসায় মন্দা, বিনিয়োগ শূন্যের কোটায়, প্রবৃদ্ধি নিম্নমুখী, আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক, জননিরাপত্তা বিঘ্নিত। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে।

অনিবার্চিত সরকার প্রণীত জুলাই সনদ দেশকে সাংবিধানিক সংকটে ফেলবে কিনা? ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়ে নির্দিষ্ট সময়ে নির্বাচনকে চ্যালেঞ্জিং করে তুলছে। একটি গোষ্ঠী নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে। নতুন করে অগ্নিসন্ত্রাস প্রশ্নের জন্ম দিয়েছে। জানলাম সরকার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা বিমান বন্দরের ধ্বংসাত্মক অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য। 

নভেম্বরে বিতর্কিতভাবে সংগঠিত আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল হয়তো জুলাই আগস্ট ২০২৪ কালীন হত্যাযজ্ঞের কয়েকটি মামলার রায় প্রদান করবে। আইসিটি গঠন, মামলার বিবরণ, বিচার প্রক্রিয়ায় নানা অস্বচ্ছতা এবং বিতর্ক আছে। সহজেই বলা যায় মামলার রায় চ্যালেঞ্জ হবে। যত দিন যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পটভূমি নিয়ে দেশি-বিদেশি মহলের গভীর ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অন্দর মহলের খবর প্রকাশিত হচ্ছে। কেউ খুব শান্তিতে নেই।

আমরা সাধারণ প্রবাসীরা দেশে থাকা আত্মীয়, বন্ধু, পরিজন নিয়ে শঙ্কিত। আমরা মুক্তিযুদ্ধ প্রজন্ম ব্যথিত এবং আতঙ্কিত এই ভেবে দেশ হয়ত অপশক্তির করালগ্রাস থেকে সহসা মুক্তি পাচ্ছে না।

সচেতন মানুষের মতো আমরাও চাই সব খুনি, সন্ত্রাসী, দুর্নীতিপরায়ণ মানুষদের দেশের আইনে বিচার এবং শাস্তি হোক। কাউকে ইনডেমনিটি বাকিদের মিথ্যা মামলায় জড়িয়ে ক্যাঙ্গারু কোর্টে শাস্তি দিলে পরিস্থিতি সংঘাত হয়ে উঠবে।

তবুও চাই নির্ধারিত সময়ে অবাধ, নিরপেক্ষ নির্বাচনে জনগণ ভোট প্রদানের সুযোগ পাক, সচেতন জনগণ নির্বিঘ্নে নিজের ভোট নিজে দিতে পারলে নীরব সংখ্যাগরিষ্ঠ জনগণ বিস্ফোরণ ঘটাবে বলা যায়। জনগণের কাছে বিনীত নিবেদন সুযোগসন্ধানী রাজনৈতিক দলগুলোর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সৎ, দেশপ্রেমিক, যোগ্য মানুষদের ভোট দিয়ে নির্বাচিত করুন।

শেয়ার করুন