০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৩১:০২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাংলাদেশ সোসাইটির নতুন ভবনের কন্ট্রাক্ট সাইন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৫
বাংলাদেশ সোসাইটির নতুন ভবনের কন্ট্রাক্ট সাইন কন্ট্রাক্ট সাইন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ


বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশ সোসাইটির ভবন করা হবে। সেই ভবনে হবে কমিউনিটি সেন্টার। নির্বাচন আতাউর রহমান সেলিম এবং মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন প্যানেল জয়লাভ করে। নির্বাচনে জয়লাভ করার পর তাদের বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পাশাপাশি তাদের প্রতিশ্রুতি রক্ষায় ভবন খুঁজতে থাকে। অবশেষে ১৮৯-১০ হিলসাইডে (জ্যামাইকায়) ভবন পেয়ে যায়। গত ৩১ অক্টোবর ৪ দশমিক ৯ মিলিয়নে সেই ভবন সাইন করা হয়। বাংলাদেশ সোসাইটির পক্ষে কন্ট্রাক্ট সাইন করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি। এছাড়াও এ সময় কার্যকরি কমিটির সদস্যরা ছাড়াও ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

বর্তমান কমিটির শক্তির উৎসব ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ জানান, নির্বাচনের সময় আমরা প্রবাসী বাংলাদেশিদের প্রতিশ্রুতি দিয়েছিলাম ভবনের ব্যাপারে। সেই প্রতিশ্রুতি রক্ষায় আমরা প্রথম দাফ সম্পন্ন করেছি। কন্ট্রাক্ট সাইন করেছি। কন্ট্রাক্ট সাইনের সময় আমরা ২ লাখ ডলার এক্সকোতে রেখেছি এবং ৬ মাসের মধ্যে এই ভবন ক্লোজ করার কথা রয়েছে।

শেয়ার করুন