নিউইয়র্ক সিটি নতুন এক রাজনৈতিক অধ্যায়ের দোরগোড়ায়। জোহরান মামদানি নিজে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করেছেন। এবার মেয়র ইলেক্ট জোহরান মামদানি তার প্রশাসনকে ‘সাশ্রয়ী নগর’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন। বাড়িভাড়া, চাইল্ডকেয়ার খরচ, পরিবহন, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগসুবিধাসহ সব সমস্যা মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। এই পরিস্থিতিতে মেয়র-ইলেক্ট গত ২৪ নভেম্বর ট্রানজিশন কমিটিতে ৪০২ জন নিউইয়র্কবাসীকে নিয়োগ দিয়ে প্রশাসনকে কার্যকরভাবে শুরু করার পথ তৈরি করেছেন। নতুন এই কমিটিগুলো শুধু নীতিনির্ধারণে পরামর্শ দেবে না, বরং শহরের নাগরিকদের জন্য বাস্তব কর্মপরিকল্পনা ও ফলাফল নিশ্চিত করবে। আগামী ১ জানুয়ারি থেকে দায়িত্ব নেবেন নিউইয়র্ক সিটির মেয়র ইলেক্ট জোহরান মামদানি। সেই প্রস্তুতি হিসেবে গত ২৪ নভেম্বর তিনি এবং তার ট্রানজিশন টিম ১৭টি ট্রানজিশন কমিটিতে ৪০০-এর বেশি নিউইয়র্কবাসীকে নিয়োগ দেওয়ার ঘোষণা করেছেন। এই কমিটিগুলো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ ও প্রশাসনিক পরামর্শ প্রদান করবে এবং নতুন প্রশাসনকে নগরের সবচেয়ে গুরুতর সমস্যাগুলো সমাধানে সাহায্য করবে। ট্রানজিশন টিমে সবচেয়ে বড় চম হচ্ছে বাংলাদেশি আমেরিকানদের জন্য। এই প্রথমবারের মতো জোহরান মামদানির টিমে ১০ জনের মতো বাংলাদেশি রয়েছেন। তারা বেশ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি কোনো মেয়রের ট্রানজিশন টিমে রয়েছেন। এটা প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের জন্য গর্ব করার মতো সংবাদ। তাও একজন দুই জন নয়-মোট ১০ জন বাংলাদেশি। এই বাংলাদেশিদের মাধ্যমে নিউইয়র্কে রচিত হলো নতুন ইতিহাস। বলা যায়, ২৪ নভেম্বর দিনটি বাংলাদেশিদের জন্য স্মরণীয় এবং বরণীয়। আজ থেকে বাংলাদেশিদের জয়যাত্রা শুরু হলো। কমিটিতে বাংলাদেশি নাম বলে দিচ্ছে, জয়জয়কার অবস্থা। বাংলাদেশিরা জোহরানের জন্য কাজ করেছেন, আর জোহরানও সেই কাজের প্রতিদান দিয়েছেন। সেই প্রতিদানের মূল রাখা উচিত বলে অনেকেই মন্তব্য করেছেন। যে সব বাংলাদেশি রয়েছেন তারা হলেন কাজী ফৌজিয়া, সামতলী হক, শামসুল হক, শাহরিয়ার রহমান (শাহ রহমান), আব্দুল আজিজ ভূইয়া, আব্দুল করিম চৌধুরী, ফারিহা আকতার, আরমান চৌধুরী ও জারা রহিম। এ ছাড়াও রয়েছেন ২ জন স্টাফও নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশি আমেরিকান ছাড়াও এই কমিটিতে ১১ জন পাকিস্তানি ও ১৬ জন ভারতীয় আমেরিকান রয়েছেন।
নিউইয়র্ক সিটির নাগরিকরা বর্তমানে বাড়িভাড়া, চাইল্ডকেয়ার খরচ, পরিবহন সমস্যা, ব্যবসায়িক উন্নয়ন ও জরুরি প্রস্তুতির মতো চ্যালেঞ্জের মুখোমুখি। এ সমস্যা মোকাবিলায় ট্রানজিশন কমিটিগুলোকে কেবল নীতিনির্ধারণে পরামর্শদাতা নয়, বরং প্রশাসনের দক্ষতা বৃদ্ধি ও কার্যকরি পদক্ষেপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মেয়র ইলেক্ট মামদানি বলেন, নিউইয়র্ক সিটিকে ভালোবাসা, কঠোর পরিশ্রমের মনোভাব এবং সাশ্রয়ী নগর নিশ্চিত করার প্রতিশ্রুতি আমাদের ৪০০-এর বেশি কমিটি সদস্যকে একত্রিত করেছে। তারা আমাদের প্রশাসনকে শক্তিশালী, দক্ষ এবং প্রতিশ্রুতির সঙ্গে নাগরিকদের সেবা দিতে প্রস্তুত রাখতে সাহায্য করবে।
নিউইয়র্ক সিটির মেয়র-ইলেক্ট জোহরান মামদানির ট্রানজিশন কমিটিগুলোতে ১৭টি গুরুত্বপূর্ণ কমিটি গঠিত হয়েছে, যা শহরের বিভিন্ন ক্ষেত্রে নীতি প্রণয়ন ও কার্যক্রম উন্নয়নের কাজ করবে। হাউজিং কমিটি শহরে সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করা, বাড়িভাড়া নিয়ন্ত্রণ এবং আবাসন নীতি উন্নয়নে কাজ করবে। যুব ও শিক্ষা কমিটি শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি, স্কুল ও কলেজের মান উন্নয়ন এবং যুবসেবা নীতি প্রণয়নের দিকে মনোযোগ দেবে। পরিবহন, জলবায়ু ও অবকাঠামো কমিটি শহরের পরিবহন সুবিধা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অবকাঠামো শক্তিশালীকরণের কাজ করবে।
শিল্প ও সংস্কৃতি কমিটি শহরের শিল্প ও সাংস্কৃতিক কার্যক্রম সমর্থন করবে এবং নাগরিকদের সৃজনশীল সুযোগ বৃদ্ধি করবে। কমিউনিটি অর্গানাইজিং কমিটি স্থানীয় কমিউনিটি ও নাগরিক সংগঠনকে শক্তিশালী করতে এবং অংশগ্রহণমূলক নীতি গঠনে কাজ করবে। কমিউনিটি নিরাপত্তা কমিটি শহরের নিরাপত্তা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করবে। অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান উন্নয়ন কমিটি ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ এবং অর্থনৈতিক নীতি উন্নয়নে মনোযোগ দেবে। জরুরি সেবা কমিটি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নীতি তৈরি করবে। সরকারি কার্যক্রম কমিটি প্রশাসনিক কার্যক্রম উন্নয়ন এবং সরকারি সেবার কার্যকারিতা বৃদ্ধি করবে। স্বাস্থ্য কমিটি স্বাস্থ্যসেবা প্রসার, জনস্বাস্থ্য নীতি উন্নয়ন এবং সমানভাবে স্বাস্থ্যসেবা পৌঁছানো নিশ্চিত করবে। অভিবাসী ন্যায় কমিটি অভিবাসী সম্প্রদায়ের অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার নীতি উন্নয়নে কাজ করবে।
ফৌজদারি আইনি ব্যবস্থা কমিটি বিচারিক ব্যবস্থা সংস্কার, অপরাধী পুনর্বাসন এবং ন্যায়বিচারের মান উন্নয়নে মনোযোগ দেবে। আইনগত বিষয় কমিটি আইনগত পরামর্শ প্রদান এবং সরকারি নীতি কার্যকর করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। ছোট ব্যবসা ও নারী ও সংখ্যালঘু মালিকানাধীন ব্যবসা কমিটি ছোট ব্যবসা ও নারী ও সংখ্যালঘু মালিকানাধীন ব্যবসাকে সমর্থন এবং সরকারি চুক্তি ও ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি করবে। সামাজিক সেবা কমিটি দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীর সহায়তা এবং নাগরিক কল্যাণ নীতি উন্নয়নে কাজ করবে। প্রযুক্তি কমিটি প্রযুক্তি ব্যবহার উন্নয়ন, ডিজিটাল সেবা প্রসার এবং তথ্যপ্রযুক্তি নীতি উন্নয়ন করবে। সর্বশেষে শ্রমিক ন্যায় কমিটি শ্রমিকদের অধিকার সুরক্ষা, ন্যায্য কাজের সুযোগ এবং শ্রমনীতি উন্নয়নে কাজ করবে। এ কমিটিগুলো মেয়র-ইলেক্ট মামদানির প্রশাসনকে শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে এবং নাগরিক জীবনে সরাসরি প্রভাব ফেলবে।
মেয়র ইলেক্টের ট্রানজিশন কো-চেয়ার হিসেবে আছেন লিনা খান, গ্রেস বোনিলা, মারিয়া টোরেস-স্প্রিংগার এবং মেলানি হার্জগ। এদের সম্মিলিত অভিজ্ঞতা শহরের প্রশাসন ও সামাজিক সেবা ক্ষেত্রে ৫০ বছরের বেশি। তারা নিশ্চিত করবেন যে কমিটিগুলো কার্যকরভাবে কাজ করছে এবং প্রশাসনের নীতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে ফলাফল প্রদান করছে।বিশেষভাবে উল্লেখযোগ্য দুটি নতুন কমিটি হলো ওয়ার্কার জাস্টিস এবং কমিউনিটি অর্গানাইজিং কমিটি। এই কমিটিগুলো মেয়র-ইলেক্টের নির্বাচনী বিজয়ের পেছনে থাকা শ্রমজীবী ও সাধারণ মানুষের আন্দোলনকে সম্মান জানাতে এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয়েছে।
ট্রানজিশন এক্সিকিউটিভ ডিরেক্টর এলানা লিওপোল্ড বলেন, উৎকৃষ্টতা হলো আমাদের ট্রানজিশনের মূল দিক। আজকে যেসব নেতাকে আমরা কমিটিতে নিয়োগ করেছি তারা শহরের সবচেয়ে কঠিন সমস্যার মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত করবে হাউজিং থেকে জরুরি সেবা, এবং দৈনন্দিন সরকারি কার্যক্রমে উৎকৃষ্টতা নিশ্চিত করবে। নিউইয়র্কবাসী আশা করছেন এ কমিটিগুলোর মাধ্যমে মেয়র মামদানি শহরে সাশ্রয়ী হাউজিং, সাশ্রয়ী চাইল্ডকেয়ার এবং সহজ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সক্ষম হবেন, যা নিউইয়র্কের সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে।
নিউইয়র্ক সিটির মেয়র-ইলেক্ট জোহরান মামদানির ট্রানজিশন কমিটিগুলোর সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ ও কমিউনিটি লিডারদের নিয়ে গঠিত। প্রতিটি কমিটির সদস্যরা শহরের নীতি প্রণয়ন, কার্যক্রম উন্নয়ন এবং নাগরিক জীবনে সরাসরি প্রভাব নিশ্চিত করতে কাজ করবেন।
আর্টস ও কালচার কমিটির সদস্যরা হলেন : হিবা আবিদ, নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি; ড. এলিজাবেথ আলেকজান্ডার, মেলন ফাউন্ডেশন; সুরুশ আলভি, ভাইস; জেসিকা বেকার, ভুডর স্নাগ হারবার কালচারাল সেন্টার অ্যান্ড বোটানিকাল গার্ডেন; অ্যালেক্সিস বিটার, জুয়েলারি ডিজাইনার; রকি বুকানো, হিপ হপ মিউজিয়াম; গনজালো ক্যাসালস, কালচার অ্যান্ড আর্টস পলিসি ইনস্টিটিউট; ক্যারোলিন কনসেপশন, আরটনোয়ার; কলম দিল্লানে, কিডসুপার; কিম্বারলি ড্রু, পেস গ্যালারি; আটিবা এডওয়ার্ডস, ব্রুকলিন চিলড্রেন’স মিউজিয়াম; কামিলাহ ফোর্ডস, অ্যাপোলো থিয়েটার; লিসা গোল্ড, এশিয়ান আমেরিকান আর্টস অ্যালায়েন্স; জেনা হামেদ, কিউরেটর অ্যান্ড বুক মেকার; কেমি ইলেসানমি, কেজি১; ওয়েস জ্যাকসন, ব্রিক; রুবা কত্রিব, মোএমএ পিএস১; কো-কো কিলিংসওয়ার্থ, কালচারাল ইনস্টিটিউশনস গ্রুপ; মিনো লোরা, দ্য পিপলস থিয়েটার; প্যাট্রিসিয়া ম্যাকগ্রেগর, এনওয়াই থিয়েটার ওয়ার্কশপ; লিডিয়া পিলচার, সিনে মোজাইক; ভিক্টোরিয়া রজার্স, লিডারশিপ স্ট্র্যাটেজিস্ট; হাল রোজেনব্লুথ, কাউফম্যান অ্যাস্টোরিয়া স্টুডিওস; লেগাসি রাসেল, দ্য কিচেন; কেনি সাবোকা, আইএটিএসই ১৬১; হান্না ট্রায়োর, হান্না ট্রায়োর গ্যালারি; দিয়ার বিজ, পাওয়ারহাউস আর্টস; ডেনিস ওয়ালকট, কুইন্স লাইব্রেরি।
কমিউনিটি অর্গানাইজিং কমিটির সদস্যরা হলেন: শেরিফ আহমেদ, মুসলিম আমেরিকান সোসাইটি এনওয়াই; ইব্রাহিম আহমেদ, ইয়ানকাসা অর্গানাইজেশন; আব্দুল আজিজ, ভূইয়ান হিলসাইড ইসলামিক সেন্টার; জিয়ানপাওলো বাইওচি; লুমুম্বা বানডেল, ম্যালকম এক্স গ্রাসরুটস মুভমেন্ট; মার্কো ক্যারিয়ন, কনসোর্টিয়াম ফর ওয়ার্কার এডুকেশন; ক্যাটি ফায়ারম্যান, অ্যাস্টোরিয়া ফুড প্যান্ট্রি; জোয়ান গ্রেল, কমিউনিটি অ্যাকশন ফর সেফ অ্যাপার্টমেন্টস; জেসমিন গ্রিপার, ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি; সুমাথি কুমার, টেন্যান্ট ব্লক; জুয়ানিতা লুইস, কমিউনিটি ভয়েসেস হার্ড; অজি ফান্তা মারেনাহ, মুসলিম ডেমোক্রেটিক ক্লাব অফ নিউ ইয়র্ক; সান্তোশ নন্দবালান, নিউইয়র্ক কমিউনিটিজ ফর চেঞ্জ; আনথোনাইন পিয়ের, ব্রুকলিন মুভমেন্ট সেন্টার; আশার রস, ডেমোক্রেটিক সোশালিস্টস অব আমেরিকা; ওয়ান্ডা সালামান, মাদারস অন দ্য মুভ; ওয়ালিদ শাহিদ, স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড অর্গানাইজার; জগপ্রীত সিং, ড্রাম বিটস; সেলিনা সু, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক; কেটি আঙ্গার, কনসালটেন্ট; জুলি জু সিএএএভি।
কমিউনিটি সেফটি কমিটির সদস্যরা হলেন: কে বেইন, কমিউনিটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট; জোনাহ বোয়ারিন, এডুকেটর অ্যান্ড কনসালটেন্ট; জেসমিন বাডনেলা, ভোকাল এনওয়াই; এরিকা ফোর্ড, লাইফ ক্যাম্প; কাসান্দ্রা ফ্রেডেরিক, ড্রাগ পলিসি অ্যালায়েন্স; রেভ। চার্লস গ্যালব্রেথ, ক্ল্যারেন্ডন রোড চার্চ; ড্যানিয়েলা গিলবার্ট, ভেরা ইনস্টিটিউট; এলিজাবেথ গ্লেজার, ভিটাল সিটি; শমশুল হক, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন; টম হ্যারিস, টাইমস স্কোয়ার অ্যালায়েন্স; রডনি কে. হ্যারিসন; সুসান হারম্যান; রামা ইসা-ইব্রাহিম, সেন্টার ফর অ্যান্টি-ভায়োলেন্স এডুকেশন; জু-হিউন কাং, অর্গানাইজার অ্যান্ড স্ট্র্যাটেজিস্ট; কেভিন লিভিংস্টন, ১০০ সুইটস; জোসে লোপেজ, মেক দ্য রোড; তামিকা ম্যালোরি; ম্যাক্স মার্কহাম, এনওয়াইইউ পলিসিং প্রজেক্ট; হাসান নাভীদ, নাভীদ কনসালটিং, এলএলসি; জাস্টিন ওলডারম্যান, নিউইয়র্ক ইউনিভার্সিটি; ডানা র্যাচলিন, উই বিল্ড দ্য ব্লক; মারিয়েলা রুইজ অ্যাঞ্জেল, সেন্টার ফর ইনোভেশনস ইন কমিউনিটি সেফটি অ্যাট জর্জটাউন ল; মরিস ভ্যান, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক; অ্যালেক্স ভিটালে, অথর; জো-অ্যান ইউ; কেন জিমারম্যান, ফাউন্টেন হাউস।
দ্য ক্রিমিনাল লিগ্যাল সিস্টেম কমিটির সদস্যরা হলেন: ড্যান অ্যাডেস, সেন্টার ফর জাস্টিস ইনোভেশন; র্যাচেল বেডার্ড, ফিজিশিয়ান অ্যান্ড রাইটার; আনা বর্মুদেজ; সারিতা ডাফার্টি, ফ্রিডম এজেন্ডা; মেগ এগান, উমেন্স প্রিজন অ্যাসোসিয়েশন; অ্যালিস ফন্টিয়ার, লিগ্যাল এইড সোসাইটি; বেঞ্জামিন হেলার, ভেরা ইনস্টিটিউট অব জাস্টিস; মাইকেল জেকবসন, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক; জাকারি কাতজনেলসন, অ্যা মোর জাস্ট এনওয়াইসি; মাইকেল ক্লিংগার, ব্রুকলিন ডিফেন্ডার্স; স্কট লেভি, এফডব্লিউডটটিউইউএস; মাইসুন লিনেন; ডেব লোলাই; জানোস মার্টন, ড্রিমঅর্গ; লিসা ওহ্তা, ইউএডব্লিউ লোকাল ২৩২৫; মেঘনা ফিলিপ, লিগ্যাল এইড সোসাইটি; অ্যাঞ্জেলো পিন্টো; মেগ রেইস; ভিনসেন্ট স্কিরাল্ডি; জর্ডান স্টকডেল।
ইকোনমিক ডেভেলপমেন্ট ও ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের সদস্যরা হলেন: মার্গারেট আনাদু, ভিস্ট্রিয়া গ্রুপ; দেযানিরা দেল রিও, নিউ ইকোনমি; মার্ক এগারম্যান; গুস্তাভো গর্ডিলো, ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা; জ্যাক গ্রস, ফেনোমেনাল ওয়ার্ল্ড; ড্যারিক হ্যামিল্টন, দ্য নিউ স্কুল; রিড জর্ডান; স্টেফানি লুস, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক; রিচ মারোকো, হোটেল অ্যান্ড গেমিং ট্রেডস কাউন্সিল; গ্রেগরি মরিস, নিউইয়র্ক সিটি এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং কোয়ালিশন; রেজিনা মায়ার, ডাউনটাউন ব্রুকলিন পার্টনারশিপ; লারিসা অর্টিজ, স্ট্রিটসেন্স; জেমস প্যাচেট, গিলবেন; এমা পফোহম্যান, দ্য অ্যাসোসিয়েশন ফর অ্যা বেটার নিউইয়র্ক; ব্লোন্ডেল পিনক, বেড স্টাই রেস্টোরেশন; জেফ লি, রোমেরো ইনভার্জি; ইয়াসের সালেম, ওয়ান এনওয়াইসি; অ্যানিশা স্টিফেন, ইকোনমিক সিকিউরিটি প্রজেক্ট; জুলি স্টাইন, ইউনিয়ন স্কোয়ার পার্টনারশিপ; ক্যাথি ওয়াইল্ড, পার্টনারশিপ ফর এনওয়াই।
এমার্জেন্সি রেসপন্স কমিটির সদস্যরা হলেন: অ্যান্ডি অ্যান্সব্রো, ইউনিফর্মড ফায়ারফাইটারস অ্যাসোসিয়েশন; অ্যান বিঙ্ক; জিল আইসেনহার্ড, আইসেনহার্ড কনসালটিং; পিটার গুদাইটিস, নিউইয়র্ক ডিজাস্টার অ্যান্ড ইন্টারফেইথ সার্ভিসেস; আয়ো হ্যারিংটন, এনওয়াইসি ভলান্টিয়ার অর্গস অ্যাকটিভ ইন ডিজাস্টার; জনাথন লগান, ভলকান সোসাইটি; কেলি মেকিনি, এনওয়াইইউ ল্যাংগন হেলথ; ড্যানিয়েল নিগ্রো; মাইকেল পার্টিস, রেড হুক ইনিশিয়েটিভ; জো পোতাসনিক, এনওয়াই বোর্ড অব র্যাবিস; ক্রিস স্মিথ, মিনিস্টার; জিলি স্টিফেন্স, সিটি হার্ভেস্ট; ডরিন থোম্যান-হো, আমেরিকান রেড ক্রস অব গ্রেটার এনওয়াই; ভিনসেন্ট ভারিয়াল, ইউনিফর্মড ইএমএস অফিসার্স ইউনিয়ন লোকাল ৩৬২১; জ্যানেট টোরেস, এনওয়াইএস ডিভিশন অব হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস।
গভর্নমেন্ট অপারেশনস কমিটির সদস্যরা হলেন: হেক্টর বাতিস্তা, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক; ফ্রান্সেস্কো ব্রিন্ডিসি, অফিস অব এনওয়াইসি কম্পট্রোলার; ডোমিনিক ক্যাম্পবেল, বিস্ক সেন্টার ফর সোশাল ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন এট জর্জটাউন ইউনিভার্সিটি; সিনথিয়া কনটি-কুক, কল্যাবোরেটিভ রিসার্চ সেন্টার ফর রেজিলিয়েন্স; নাথান গাসডর্ফ, ফিসক্যাল পলিসি ইনস্টিটিউট; চারলেট হামামগিয়ান, অফিস অব এনওয়াইসি কম্পট্রোলার; শাফেকা হাশাশ, ইকোনমিক সিকিউরিটি প্রজেক্ট; ড্যানিয়েল কাভানাঘ-স্মিথ; ক্যারল কেলারম্যান; বোব লিন; জারা নাসির, দ্য পিপলস প্ল্যান; আলবার্ট পুলিডো, নিউইয়র্ক স্টেট এক্সিকিউটিভ চেম্বার; হেলেন রোজেনথাল, ফরমার এনওয়াইসি কাউন্সিল মেম্বার; মার্ক শো; মারলা সিম্পসন, ইন্ডিপেন্ডেন্ট বাজেট অফিস; অজিত সিং, ইলিনয়েস ডিপার্টমেন্ট অব হেলথ ডেটা মডার্নাইজেশন স্ট্র্যাটেজি; ফাইজা আলি, এনওয়াইসি কাউন্সিল; লরা কাভানাঘ; আলিয়া লতিফ, অফিস অব এনওয়াইসি কম্পট্রোলার।
হেলথ কমিটির সদস্যরা হলেন: তাহির আমিন, ইনিশিয়েটিভ ফর মেডিসিনস, অ্যাকসেস অ্যান্ড নলেজ (আই-ম্যাক); নাতাশা আনুশ্রি আনন্দরাজা, পাবলিক হেলথ প্র্যাকটিশনার; ইভোন আর্মস্ট্রং, ১১৯৯ এসিইইউ; অক্সিরিস বারবট, ইউনাইটেড হসপিটাল ফান্ড; মেরি ব্যাসেট, হার্ভার্ড ইউনিভার্সিটি চ্যান স্কুল অব পাবলিক হেলথ; এলিসাবেথ বেনজামিন, কমিউনিটি সার্ভিস সোসাইটি; বারবারা কেয়ারেস, বারুক কলেজ; এবোনে ক্যারিংটন, মানাট হেলথ; ডেমেট্রে দাসকালাকিস; ট্রেসি ডোনেলি, দ্য চাইল্ড সেন্টার অব এনওয়াই; টোরিয়ান ইস্টারলিং, ব্রুকলিন কমিউনিটি কলাবরেটিভস; জেন গ্যাবৌরি, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক; ন্যানসি হ্যাগানস, নিউইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশন; মুসাউব খান, ফিজিশিয়ান; মাইকেল কিনুকান, ফিসক্যাল পলিসি ইনস্টিটিউট; এরিক লিনজার, এনওয়াই হেলথ প্ল্যান অ্যাসোসিয়েশন; প্যাট্রিক ম্যাকগভার্ন, ক্যালেন লর্ড; ডেভিড পার্লস্টাইন, সেন্ট বার্নাবাস হসপিটাল; কেন রাস্ক, স্টেট অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স গ্রেটার নিউ ইয়র্ক হসপিটাল অ্যাসোসিয়েশন; আশনা শোম, সিআইআর/এসইইউ; ড. কারলা স্মিথ, এনওয়াইসি এলজিবিটি কমিউনিটি সেন্টার; ওয়েন্ডি স্টার্ক, প্ল্যান্ড প্যারেন্টহুড; র্যাবি অ্যাবি স্টাইন; ব্রুস ভøাডেক, একাডেমিক; মার্লিন জুরাক।
হাউজিং কমিটির সদস্যরা হলেন: নিকোলাস ব্লুম, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক; ড. ডেডরিক ব্লু, চার্চ অব সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টস; রাফায়েল সেস্টেরো, কমিউনিটি প্রিজারভেশন করপোরেশন; বিয়া দে লা টোরে, ট্রিনিটি ফাউন্ডেশন; চার্লি ডুলিক, হাউজিং কনজারভেশন কোঅর্ডিনেটর্স; এমিলি আইসনার, ফিসক্যাল পলিসি ইনস্টিটিউট; ক্যারলি ফিঙ্ক, সিওও এম স্কোয়ার্ড; মোসেস গেটস, রিজিয়নাল প্ল্যান অ্যাসোসিয়েশন; লিসা গোমেজ; অ্যানিমারি গ্রে, ওপেন নিউইয়র্ক; ডেভিড গ্রিনবার্গ, লোকাল ইনিশিয়েটিভস সাপোর্ট করপোরেশন (এলআইএসসি); অ্যাড্রিয়েন হোল্ডার, লিগ্যাল এইড সোসাইটি; অলিভিয়া লেইরার, নিউইয়র্ক কমিউনিটিজ ফর চেঞ্জ; অ্যালিসন নিকেরসন, লাইভঅন এনওয়াই; ম্যানি পাস্ট্রেইচ, ৩২বিজে এসইইউ; কারলিনা রিভেরা, নিউইয়র্ক স্টেট অ্যাসোসিয়েশন ফর আফোর্ডেবল হাউজিং; ব্রায়ান স্কট, প্যাস্টর; আলিনা শেন, সিআইএএভি; ইজিয়াহ থম্পসন, কমিউনিটি সার্ভিস সোসাইটি; জেড ওয়ালেন্টাস, আরইবিএনওয়াই; ম্যাট ওয়াম্বুয়া, মার্চান্টস ক্যাপিটাল; সিয়া উইভার, টেন্যান্ট ব্লক; বারিকা উইলিয়ামস, অ্যাসোসিয়েশন ফর নেবারহুড অ্যান্ড হাউজিং ডেভেলপমেন্ট; পল উইলিয়ামস, সেন্টার ফর পাবলিক এন্টারপ্রাইজ।
ইমিগ্র্যান্ট জাস্টিস কমিটির সদস্যরা হলেন: জিসাস আগুয়াইস, এইড ফর এইডস; ফাহদ আহমেদ, ড্রাম বিটস; ফারিহাহ আখতার, সিআইএএভি; ইমাম শামসি আলি, জামাইকা মুসলিম সেন্টার; ড. ডেবি আলমন্টাসার, এমগেজ; মোহামেদ কিউ. আমিন, ক্যারিবিয়ান অ্যাকোয়ালিটি প্রজেক্ট; নাতালিয়া অ্যারিস্টিজাবাল, মেক দ্য রোড; মুরাদ আওয়াওদেহ, নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন; আদামা বাহ, আফ্রিকানা; মেলিসা চুয়া, এনওয়াইএলএজি; রোজা কোহেন-ক্রুজ, ব্রঙ্কস ডিফেন্ডার্স; স্টেফানি ডেলিয়া, লিটল হেইতি, বিএকে ইনক.; ইয়াসমিন ফারহাং, ইমিগ্র্যান্ট ডিফেন্স প্রজেক্ট; এমিরা হাবিবি, সেন্টার ফর দি ইনটিগ্রেশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব নিউ আমেরিকানস; মারওয়া জানিনি, আরব আমেরিকান অ্যাসোসিয়েশন অব এনওয়াই; আমাহা কাসা, আফ্রিকান কমিউনিটিজ টুগেদার; জেসন ক্লেইন, কংগ্রিগেশন বেইট সিমচাট তোরা; পিটার মার্কোভিটজ কার্ডোজো; ইয়েসেনিয়া মাতা, লা কোলমেনা; জোসেলিন ম্যাকক্যালা, হাইতিয়ান-আমেরিকান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি; ক্রিস্টিন মেনডোজা, নর্দার্ন ম্যানহাঁন কোয়ালিশন ফর ইমিগ্র্যান্ট রাইটস; রুথ মেসিঞ্জার; ফ্রাঙ্কি মিরান্ডা, হিস্পানিক ফেডারেশন; বিটা মোস্তফি; অ্যানেট্টা সিচ্যারান, ছায়া সিডিসি; র্যাচেল টাইমোনার, কংগ্রিগেশন বেট ইলোহিম।
লিগ্যাল অ্যাফেয়ার্স কমিটির সদস্যরা হলেন: তাহানী আবুসি, আবুসি ল’ ফার্ম; বাহের আজমি, সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস; রিচার্ড ব্রিফলট, কলম্বিয়া ল’ স্কুল; টুইলা কার্টার, দ্য লিগ্যাল এইড সোসাইটি; স্যুসান চ্যাপম্যান, বিজনেস লিডার; ক্যাথরিন ক্রিস্টিয়ান, লিস্টন অ্যাব্রামসন এলএলপি; জেরি গোল্ডফেডার, কোজেন ও’কনর এলএলপি; লিজিয়া গং, লোকাল প্রগ্রেস ইমপ্যাক্ট ল্যাব; রামজি কাসেম; সানিয়া খান, ইনথথসার্ভিস; সেহের খাজা, লিগ্যাল মোমেন্টাম; জ্যাক লিয়ান্দ্রে; ডোনা লিবারম্যান, এনওয়াইসিএলইউ; কাপিল লঙ্গানি, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক; মানদীপ মিনহাস, স্কট অ্যান্ড স্কট এলএলপি; আফাফ নাশের, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস, নিউইয়র্ক; শাইফুলি পুরি; জুলিসা রেনোসো, উইনস্টন স্ট্রন; ডেরেক সেলস, কোচরান ফার্ম; জেফরি টিচআউট, ল’ প্রফেসর।
স্মল বিজনেসেস ও এমডব্লিউবিইস কমিটির সদস্যরা হলেন: মো আটিয়া, স্ট্রিট ভেন্ডর প্রজেক্ট; আরমান চৌধুরী, মুনা; জোনেল ডরিস, স্টার্ট এনওয়াই; সোমিয়া এলরোমেইম, উইমেন্স এম্পাওয়ারমেন্ট কোয়ালিশন অব এনওয়াইসি; জেফরি লেফ্রাঁসোয়েস, মিটপ্যাকিং জেলা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন; গ্রেস মাউসার, ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা; ইউসেফ মুবারাজ, ইয়েমেনি আমেরিকান মার্চেন্টস অ্যাসোসিয়েশন (ইয়ামা); জেমি ওয়াই. নাগি, বিজনেস ওনার; ইমরান পাশা; কাভিতা পাওরিয়া-সানচেজ; মেরি প্রায়র, ক্যানাক্লুসিভ; শাহ রহমান, ভালো/মাসভোঁ; অ্যান্ড্রু রিজি, নিউইয়র্ক সিটি হসপিটালিটি অ্যালায়েন্স; টুলিকি রবার্টসন, ব্ল্যাক ইনস্টিটিউট; ফার্নান্দো রাধামেস রোড্রিগেজ, ইউনাইটেড বোডেগাস অব আমেরিকা; উরজেন শেরপা, ছায়া সিডিসি; লিসা সরিন, ফাইভ বরো এলায়েন্স; মেলবা উইলসন, মেলবা’স।
সোশ্যাল সার্ভিসেস কমিটির সদস্যরা হলেন: লিলিয়াম বারিওস-পাওলি; জোয়েল বার্গ, হাঙ্গার ফ্রি আমেরিকা; ক্যাথরিন চেন, এশিয়ান আমেরিকান ফেডারেশন; দানিয়া দারবিশ, আসিয়াহ উইমেন সেন্টার; ন্যাট ফিল্ডস, ইউআরআই; অরল্যান্ডো ফিন্ডলেইটার; বেথ ফিঙ্কেল, এএআরপি এনওয়াই; লিসা ফিটজপ্যাট্রিক; সিয়েনা ফোঁটেইন, মেক দ্য রোড; সারাতু ঘার্টে, স্পন্সর্স ফর এডুকেশনাল ওপারচুনিটি; ডেভ গিফেন, কয়ালিশন ফর দি হোমলেস; স্টিফেন গ্রিন, গ্রেটার অ্যালেন এএমই ক্যাথেড্রাল অব নিউইয়র্ক; এ রুম হানিফ, আপনা কমিউনিটি সেন্টার; জুডি হার্বস্টম্যান, স্যাটলমেন্ট হাউজিং ফান্ড; ওয়েন হো, চাইনিজ-আমেরিকান প্ল্যানিং কাউন্সিল; মিশেল জ্যাকসন, হিউম্যান সার্ভিসেস কাউন্সিল; ডেভিড জোন্স, কমিউনিটি সার্ভিস সোসাইটি; জেনিফার জোন্স-অস্টিন, এফপিডব্লিউএ; লোরেনা কুরুসিয়াস, মিক্সটেকা; ভানেসা লেউং, কয়ালিশন ফর এশিয়ান আমেরিকান চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিস; এলেন লিপম্যান, র্যাবি; মারিয়া লিজার্ডো, নর্দার্ন ম্যানহাটন ইমপ্রুভমেন্ট কর্প; ড. শ্যারন ম্যাকলেনন ওয়েইর, সেন্টার ফর দি ইন্ডিপেনডেন্স অফ দ্য ডিজেবল্ড (সিআইডিএনওয়াই); মাশা পার্ল, ব্লু কার্ড ফান্ড; ক্রিস্টিন কুইন, উইন; জোসেলিন রেইনি, ব্রুকলিন ফাউন্ডেশন; ববি স্যাকম্যান; অ্যান মারিয়া স্কালিয়া, জেসিসিএ; ক্যাথরিন ট্রাপানি, ভলান্টিয়ার্স অব আমেরিকা-গ্রেটার নিউইয়র্ক।
টেকনোলজি কমিটির সদস্যরা হলেন: সারা আউন; রুহা বেনজামিন, আইডা বি ওয়েলস জাস্ট ডেটা ল্যাব অ্যাট প্রিন্সটন; মায়াইশা হেইজ, মিডিয়াজাস্টিস; নোয়েল হিডালগো, বিটানওয়াইসি; স্যাম জ্যাকবস, ফুড ফাইট ল্যাব; ক্যাথরিন জিন, ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা; আম্বা কাক, এআই নাও ইনস্টিটিউট; হিউজি মা, টার্বোভ্যাক্স; ম্যাট মিচেল; রেনিকা মূর, এএলসিইউ; অ্যালোন্দ্রা নেলসন, ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি; মার্থা নররিক, ব্যাকবোন স্ট্র্যাটেজিস; জুলি স্যামুয়েলস, টেক এনওয়াইসি; গারফিল্ড সোয়াবি, নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি; জুলি সুপ, ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা; হেলি ভ্যান ডাইক; এলিস ভোগেলি, ১৮এফ; মায়া ওলুচেম, ডেটা অ্যান্ড সোসাইটি।
ট্রান্সপোর্টেশন, ক্লাইমেট ও ইনফ্রাস্ট্রাকচার কমিটির সদস্যরা হলেন: এডি বাউটিস্টা, এনওয়াইসি এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যালায়েন্স; অ্যামি চেস্টার, রিবিল্ড বাই ডিজাইন; ট্যাবিথা ডেকার, স্প্রিং স্ট্রিট ক্লাইমেট ফান্ড; মিনেলি ডেকু; মাইকেল ফ্লিন, টাই-লিন; বেন ফারনাস, এক্সিকিউটিভ ডিরেক্টর অব ট্রান্সপোর্টেশন অলটারনেটিভস; নোয়া গিনসবার্গ, নিউইয়র্ক সোলার এনার্জি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন; এরিক গোল্ডউইন, এনওয়াইইউ মারন ইনস্টিটিউট; রিহানা গান-রাইট, গ্রিন নিউ ডিল; ক্রিস হাফনাইট, আর্বান গ্রিন কাউন্সিল; মনিকা হ্যানসেন; মীরা জোশি, গ্রিনউড সিমেট্রি; বেনজামিন কাবাক, ২য় অ্যাভিনিউ সাবওয়ে; মার্ক কাগান, পাবলিক স্কুল টিচার অ্যাট ব্রঙ্কস সায়েন্স; সারা লিন্ড, ওপেন প্ল্যানস; নিভার্দো লোপেজ, গেটওয়ে ডেভেলপমেন্ট কমিশন; ক্লেয়ার মিফলিন, থিঙ্কওভেন; মরগ্যান মনাকো, প্রস্পেক্ট পার্ক এলায়েন্স; লরেন ফিলিপস, এনআরডিসি; বেটসি প্লাম, রাইডার্স এলায়েন্স; ন্যান্সি রোমার, পিএসসি-সিইউএনওয়াই; এস্তার রোসারিও, ক্লাইমেট জবস এনওয়াই; জন সামুয়েলসেন, টিডব্লিউইউ; ড্যাফানি রোজ সানচেজ, কিনেটিক কমিউনিটিজ কনসাল্টিং; সিদ্ধার্থ। সানচেজ, ব্রঙ্কস রিভার অ্যালায়েন্স; ডেনিস শক, টিমস্টার্স লোকাল ৮৩১-ইউনিফর্মড স্যানিটেশনমেনস অ্যাসোসিয়েশন; পেগি শেপার্ড, ডব্লিউই অ্যাক্ট; লিস স্ট্রিকলার, থ্রি কেয়ার্নস গ্রুপ; টাইলার টাবা, ওয়াটারফ্রন্ট অ্যালায়েন্স; টিফানি অ্যান টেলর, রিজিয়নাল প্ল্যান অ্যাসোসিয়েশন; মিডোরি ভ্যালদিভিয়া; লরি হুইলকক, পলপ; জাস্টিন উড, নিউইয়র্ক লয়ার্স ফর দ্য পাবলিক ইন্টারেস্ট।
ওয়ার্কার জাস্টিস কমিটির সদস্যরা হলেন: অমিত সিং বাগা, পাবলিক প্রগ্রেস সলিউশনস; মোহাম্মদ করিম চৌধুরী, আসাল; হিডালিন কলন হার্নান্দেজ, নাইস; ভৈরাভি দেসাই, নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স; রেবেকা ডিকসন, ন্যাশনাল এমপ্লয়মেন্ট ল’ প্রজেক্ট; রাফায়েল এসপিনাল, ফ্রিল্যান্সারস ইউনিয়ন; কাজি ফৌজিয়া, ড্রাম বিটস; টেরি গারস্টাইন, এনওয়াইইউ ওয়াগনার লেবার ইনিশিয়েটিভ; ব্রেনডান গ্রিফিথ, এনওয়াইসি সেন্ট্রাল লেবার কাউন্সিল; লিগিয়া গুয়ালপা, লস ডেলিভারিস্টাস ইউনিদোস অ্যান্ড ওয়ার্কার জাস্টিস প্রজেক্ট; চমটোলি হক, সিইউএনওয়াই স্কুল অফ ল’; এলিজাবেথ জর্ডান, মেক দ্য রোড; হিউংউ ডেভিড কিম, স্ট্র্যাটেজিক অর্গানাইজিং সেন্টার; বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ট্রেডস কাউন্সিল অফ গ্রেটার নিউইয়র্ক; স্যাম লিভাইন; রেবেকা লিঞ্চ, অফিস অব এনওয়াইসি কম্পট্রোলার; ব্র্যান্ডন মানসিলা, ইউএডব্লিউ ৯এ; থিও মুর, অ্যালাইনের; জেমস প্যারট, ইকোনমিস্ট; আই-জেন পু, ন্যাশনাল ডোমেস্টিক ওয়ার্কার্স অ্যালায়েন্স; লরেলাই সালাস; এডউইন ট্যাবলাদা; ক্যান্ডিস টল, ৩২বিজে এসইইউ; ডেনিস ট্রেইনার, সিডাব্লিউএ ডিস্ট্রিক্ট ১।
যুব ও এডুকেশন কমিটির সদস্যরা হলেন: তাজিন আজাদ; রেবেকা বেইলিন, নিউইয়র্কারস ইউনাইটেড ফর চাইল্ড কেয়ার; নিয়াহ বার্গ, অ্যাপলসিড; এভেলিন কাস্ত্রো, মেডগার এভারস কলেজ; জেসন কন, রোবিন হুড ফাউন্ডেশন; জেমস ডেভিস, পিএসসি-সিইউএনওয়াই; মারিয়েলিস ডিভান, ফিউচুরো সলিউশনস; মার্ক ডানেটজ, নিউ ভিশনস ফর পাবলিক স্কুলস; কেসি ফস্টার, পার্টনারস ফর ডিগনিটি অ্যান্ড রাইটস; অ্যামি ফ্রাইটাগ, এনওয়াই কমিউনিটি ট্রাস্ট; তারা গার্ডনার, ডে কেয়ার কাউন্সিল অব এনওয়াই; ডেবরা এলেন গ্লিকস্টিন, কিডসরাইজ; কারিন গোল্ডমার্ক, গ্রিনলিঙ্ক এডুকেশন; ম্যাট গনজালেস, নিউ ইয়র্কারস ফর রেসিয়ালি জাস্ট পাবলিক স্কুলস; শ্যারন গ্রিনবার্গার, ওয়াইএমসিএ গ্রেটার এনওয়াই; ব্রায়ান জোন্স, সেন্টার ফর এডুকেশন অ্যান্ড স্কুলস অ্যান্ড নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি; জন কিং, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক; সেবাস্টিয়ান লিয়ন মার্টিনেজ, ওয়াইডিএসএ; র্যান্ডি লিভাইন, অ্যাডভোকেটস ফর চিলড্রেন; ক্রিস্টিন মারিনোনি, পাবলিক স্কুল অ্যাডভোকেট; ফেলিক্স মাতোস রোড্রিগেজ, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক; রাশাদ মুর, ক্রাউন হাইটস ব্যাপ্টিস্ট চার্চ; মাইকেল মুলগ্রিউ, ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স; লরি পডভেস্কার, ইনক্লুডএনওয়াইসি; হাসোনি প্রাটস, ন্যাশনাল আরবান লীগ; গ্রেস রাউ, সিটিজেন্স ইউনিয়ন; আরভা রাইস, এনওয়াই আরবান লীগ; রায়সা রদ্রিগেজ, সিটিজেনস কমিটি ফর চিলড্রেন; জাকিয়াহ শাকির-আনসারি, অ্যালায়েন্স ফর কোয়ালিটি এডুকেশন; এডি শার্প; ফেলিসিয়া সিং, কয়ালিশন ফর এশিয়ান আমেরিকান চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিস; স্যুসান স্ট্যামলার, ইউনাইটেড নেবারহুড হাউসেস; হান্না তোফেইক, মুসলিম আমেরিকান সোসাইটি; মেরি ভাকারো, ইউনাইটেড ফেডারেশন অফ টিচার্স; জোশুয়া ওয়াল্যাক; এরিক ওয়াটারম্যান, ইস্ট ফ্ল্যাটবুশ ভিলেজ; টেরেন্স উইনস্টন, কোয়ালিশন ফর কমিউনিটি স্কুলস এক্সিলেন্স।