০৯ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০১:৪৯:১১ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আনোয়ার হোসেনের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৬
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আনোয়ার হোসেনের মৃত্যু আনোয়ার হোসেন


নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ব্রুকলিন বিএনপির সাবেক সভাপতি, সন্দ্বীপ সোসাইটির উপদেষ্টা এবং কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই কন্যা সন্তানসহ গুণগ্রাহী রেখে গেছেন।

সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ জানান, আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন থেকেই আনোয়ার হোসেন মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন। এর মধ্যে হাসপাতালেও ছিলেন এবং হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছিলেন। গত ৩১ ডিসেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে আনোয়ার হোসেন ব্রুকলিনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাজা গত ৩১ ডিসেম্বর বাদ এশা ব্রুকলিনের বায়তুল জান্নাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় কম্যুনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে তাকে নিউজার্সির মালবরো মুসলিম গোরস্থানে দাফন করা হয়। মরহুম আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউছার, যুক্তরাষ্ট্র বিএনপির কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, রিয়াজ মাহমুদ প্রমুখ।

শেয়ার করুন