৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ০২:০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আনোয়ার হোসেনের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৬
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আনোয়ার হোসেনের মৃত্যু আনোয়ার হোসেন


নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ব্রুকলিন বিএনপির সাবেক সভাপতি, সন্দ্বীপ সোসাইটির উপদেষ্টা এবং কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই কন্যা সন্তানসহ গুণগ্রাহী রেখে গেছেন।

সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ জানান, আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন থেকেই আনোয়ার হোসেন মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন। এর মধ্যে হাসপাতালেও ছিলেন এবং হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছিলেন। গত ৩১ ডিসেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে আনোয়ার হোসেন ব্রুকলিনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাজা গত ৩১ ডিসেম্বর বাদ এশা ব্রুকলিনের বায়তুল জান্নাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় কম্যুনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে তাকে নিউজার্সির মালবরো মুসলিম গোরস্থানে দাফন করা হয়। মরহুম আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউছার, যুক্তরাষ্ট্র বিএনপির কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, রিয়াজ মাহমুদ প্রমুখ।

শেয়ার করুন