১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:২৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


জামায়াত নেতার বক্তব্য রাজনৈতিক মহলে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৮-২০২২
জামায়াত নেতার বক্তব্য রাজনৈতিক মহলে তোলপাড় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান/ফাইল ছবি


জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক ঘরোয়া বক্তব্য তোলপাড় রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন জোটে জাময়াত আছে কী নেই সে প্রশ্নটাই এখানে বড় হয়ে দেখা দিয়েছে। কেউ বলছেন তাহলে জাময়াত আর নেই বিএনপির সঙ্গে। কেউবা সরব এর অর্থ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ব্যাকসাইট থেকে সহায়তা দেবে দলটি। কেউবা নিজস্ব স্টাইলে একা চলার কথা বলছেন জামায়াতের এ নীতিকে।

তবে বিষয়টা এখনও স্পষ্ট নয়। এটা ঠিক, বিএনপি জামায়াত ছাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব। দলের একাংশ প্রায়ই এ ব্যাপারে প্রকাশ্যে না বললেও সরব ছিল। অন্য অংশ ভোটের রাজনীতিতে জাময়াতকে ব্যাবহার কিভাবে করা যায় সে চিন্তাতে ছিল। তবে এটা স্পষ্ট হতে আরো সময় লাগবে। নিম্মে দেয়া গেল জামায়াত আমীরের সেই ঘরোয়া বক্তব্য-  

এক অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এতদিন একটা জোটের সঙ্গে ছিলাম। ছিলাম বলে আপনারা হয়তো ভাবছেন কিছু হয়ে গেছে নাকি? আমি বলি হয়ে গেছে। ২০০৬ সাল পর্যন্ত এটি একটি জোট ছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর জোট তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সেদিন বাংলাদেশ পথ হারিয়ে ছিল। সেটা আর ফিরে আসেনি।’

তিনি বলেন, ‘বছরের পর বছর এ ধরনের অকার্যকর জোট চলতে পারে না। এই জোটের সঙ্গে বিভিন্ন দল যারা আছে, বিশেষ করে প্রধান দলের (বিএনপি) এ জোটকে কার্যকর করার কোনো চিন্তা নেই। বিষয়টা আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট এবং তারা আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে। তবে হ্যাঁ জাতীয় স্বার্থে একই দাবিতে যুগপৎ কর্মসূচি বাস্তবায়ন করব।’

বিএনপির সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন, ‘আমরা তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি, এর সঙ্গে তারা ঐকমত্য পোষণ করেছে। তারা আর কোনো জোট করবে না। এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমাদের আগামী দিনগুলোতে কঠিন প্রস্তুতি নিতে হবে এবং অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে।’

উল্লেখ্য, প্রায় মাস দুইয়েক আগে দেয়া বক্তব্য এখন কেন তোলপাড়, কিভাবে এটা ভাইরাল, ও হটাৎ আলোচনার টেবিলে সেটাও প্রশ্ন দেখা দিয়েছে। 


শেয়ার করুন