০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


গাজী মাজহারুল আনোয়ারের আত্মার মাগফিরাতে দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
গাজী মাজহারুল আনোয়ারের আত্মার মাগফিরাতে দোয়া গাজী মাজহারুল আনোয়ারের দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার সায়েম


উপমহাদেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের আত্মার মাগফিরাত কামনায় ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের  সিনিয়র সহ -সভাপতি এবং জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়কারী কামাল উদ্দীন এবং জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দারাদ আহমেদের বোন আনোয়ার খানমের সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হেলাল খান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সফল সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল, বিএনপির সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আর্জাতিক সম্পাদক এম এ বাতিন, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সাবেক যুগ্ম সাধারণ দারাদ আহমেদ, ব্রুকলিন বিএনপির সভাপতি গোলাম মাহমুদ, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান, মেম্বার সেক্রেটারি জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, যুগ্ম আহ্বায়ক সজীব চোধুরী ফয়ছল, সুলতানা খানম, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা নুরুন নবী, নিউইয়র্ক স্টেট জাসাসের সভাপতি জাবেদ উদ্দিন, নিউইয়র্ক সিটি জাসাসের সিনিয়র সহ-সভাপতি এমদাদ রহমান তরফদার, যুক্তরাষ্ট্র আহ্বায়ক কমিটির সদস্য রাজ ইসলামসহ জাসাসের নেতৃবৃন্দ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক উত্তরের নবনির্বাচিত আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিম আহমেদ, কাওসার আহমেদ, রিয়াজ মাহমুদ যুগ্ম সদস্য সচিব, পাখি মিয়া, মোতাহার হোসেন এবং সদস্য স্টেট বিএনপি, মুকুট মিয়া সদস্য স্টেট বিএনপি, মো. বাসার, হুমায়ন কবীর প্রমুখ।

দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে খতিব মওলানা সাদেক।

শেয়ার করুন