০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:১৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


কুসিকে চলছে ভোট
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
কুসিকে চলছে ভোট


বর্তমান নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন শুরু হয়েছে। কিছুটা উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় অণুষ্টিত হচ্ছে এ নির্বাচন। যা এ সিটির তৃতীয় নির্বাচন। এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী পাঁচজন। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন গত দুবারের মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক (টেবিল ঘড়ি) ও আওয়ামী লীগের আরফানুল হক (নৌকা)। অন্য তিনজন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজামউদ্দিন (ঘোড়া) ও কামরুল আহসান (হরিণ)।

এর মধ্যে মনিরুল হক বিএনপির ও নিজামউদ্দিন স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন। সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় দুজনকেই বহিষ্কার করে বিএনপি। 

কুসিকের মত ছোট্ট একটা সিটির নির্বাচন হলেও এর গুরুত্বটা অনেক। বিশেষ করে নতুন নির্বাচন কমিশনের এটা এসিড টেষ্ট হিসেবেই দেখছেন অনেকেই। এ নির্বাচন নিয়ে বিএনপির কোনো মাথাব্যাথা না থাকলেও বিভিন্নমহলের দৃষ্টি রয়েছে। ইতিমধ্যে সিইসি হাবিবুল আউয়ালের একটি পদক্ষেপে প্রচন্ড ক্ষিপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কিছু নেতা। সিইসি ওই এলাকার সংসদ সদস্যকে এলাকার বাইরে চলে যেতে বলেছিলেন।

কিন্ত সেটা আমলে নেয়নি স্থানীয় সাংসদ। এতে তিনি এ নির্বাচন প্রভাবমুক্ত হওয়ার ব্যাপারে শংকিত রয়েছেন। এক পর্যায় তিনি অসায়ত্বও প্রকাশ করেছেন। যদিও আইনগত দিক থেকে সিইসির এ পদক্ষেপ যৌক্তিক নয় বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। কারন তিনি ওই এলাকার ভোটার। তারও আজ ভোট দানের অধিকার রয়েছে।  

শেয়ার করুন