১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১০:২৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


সিটি ছাড়ার চিন্তাও করেন না গার্দিওয়ালা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২২
সিটি ছাড়ার চিন্তাও করেন না গার্দিওয়ালা পেপ গার্দিওয়ালা ছবি : সংগৃহীত


কবে কোনো এক সময় পেপ গার্দিওয়ালা নাকি একবার বলেছিলেন সুযোগ পেলে তিনি নিজেই ব্রাজিলের মতো দলের কোচ হতে চান। আসলে ওটা ওই পর্যন্তই। কিন্ত কথা মনে রেখেছে তার ভক্তরা, এমনকি ব্রাজিল ফুটবল ফেডারেশনও। 

 এখন সুযোগ  সুযোগ আসার একটা সম্ভাবনা থাকলেও সেটা তিনি উড়িয়ে দিচ্ছেন। কারণ আগামী বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ তিতে দল ছেড়ে যাবেন। ফলে গার্দিওয়ালার জন্য এটা একটা সুযোগ। প্রশ্নটা করাও হয়েছিল তাকে। কিন্তু কোচ গার্দিওয়ালা জানিয়েছেন, ম্যান সিটিতেই তিনি থেকে যাবেন। কোথাও যাবার বিন্দুমাত্র আগ্রহও নেই। একই সঙ্গে তিনি আরো বলেছেন, বর্তমান কর্মস্থলে থেকে যেতে  চান আরো দশ বছর। অথচ ম্যানচেস্টার সিটির কোচের এখন বেতন ১ কোটি ২০ লাখ ইউরো।

ব্রাজিলীয়রা সে  বেতনও দিতে রাজি। কিন্ত  গার্দিওয়ালর অণ্যরকম উত্তর। তিনি বলেন, আমার সাথে ২০২৩ সালের জুন পর্যন্ত সিটির সঙ্গে চুক্তিবদ্ধ।  আমি তো এখানেই সারাজীবন থেকে যেতে চাই। এর চেয়ে ভাল স্থান আর কোথায় পাবো? আপাতত আগামী দশ বছর। প্রয়োজনে সারাজীবনই এ ক্লাবে থেকে যেতে চাই। একই সঙ্গে অনেকটা বিরক্ত নিয়ে পাল্টা উত্তর ছুড়লেন তিনি। বলেছেন, এ প্রশ্নটা আসলো কোথা থেকে? 


শেয়ার করুন