০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:২২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


আটলান্টায় বেন-এর পরিবেশ সংরক্ষণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৩
আটলান্টায় বেন-এর পরিবেশ সংরক্ষণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা বেন-এর অনুষ্ঠানে সংগীত পরিবেশন


বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন) সাউদার্ন ইউএস চ্যাপ্টারের উদ্যোগে ‘বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা গত ৪ ফেব্রুয়ারি জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরের কেসউইক পার্কের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

চ্যাপ্টার সমন্বয়কারী উৎপল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধারণাপত্র উপস্থাপন করেন প্রকৌশলী জুবায়ের আহমদ। এরপর বিষয়ের ওপর আলোচনা করেন জর্জিয়া রাজ্য থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি মহিলা সিনেটর নাবিলা ইসলাম, আটলান্টার গুইনেট কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ার অব মেম্বারশিপ তানজিনা ইসলাম, মারসার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন, জাতিসংঘ অঞ্চলিক কার্যালয়ের প্রাক্তন স্পেস এবং রিমোট সেন্সিং বিশেষজ্ঞ ড. মাহবুব উদ্দীন চৌধুরী, জর্জিয়া উদীচীর সভাপতি ডা. মুরশেদুল হাকিম শুভ্র।

আলোচকরা তাদের আলোচনায় বাংলাদেশের পরিবেশের বর্তমান অবস্থা বিশ্লেষণ করে তা সুরক্ষায় যথাযথ পদেক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উল্লেখ করে বলেন, এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণে প্রবাসী বিশেষজ্ঞগণ তাদের মতামত দিতে পারেন, বিভিন্ন দেশের ভালো উদাহরণগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে পারেন, সচেতনতা বৃদ্ধি করতে পারেন। এছাড়াও প্রবাসে অবস্থানরত তরুণ প্রজন্মকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারেন। আলোচনা সভা উপস্থাপনা করেন বেন-এর তরুণ সদস্য আনুশা মোরশেদ।

সভা শেষে উদীচী শিল্পীগোষ্ঠী জর্জিয়া শাখার সদস্যবৃন্দ বাংলাদেশের নদীবিষয়ক গান ও কবিতার সমন্বয়ে ‘নদী’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন) সাউদার্ন ইউএস চ্যাপ্টারের এই আয়োজনের প্রশংসা করে বলেন, এটা খুবই সময়োপযোগী উদ্যোগ। ভবিষ্যতে আরো বেশি করে পরিবেশ বিষয়ে আলোচনার আয়োজন করে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

শেয়ার করুন