০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


নদীকে মেরে নগরায়ন চাইনা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২৩
নদীকে মেরে নগরায়ন চাইনা


আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র আয়োজনে অব¯’ান কর্মসূচিতে বক্তারা বলেন,যারা নদীগুলোকে দখল ও দূষণের মাধ্যমে গ্রাস করছে তাদের আইনের আওতায় এনে বিাচর করতে হবে। আগে নদী তার পরে নগরায়ন। তিনি বলেন নদীকে মেরে নগরায়ন চাইনা।

মঙ্গলবার সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকায় ‘জীবন্ত সত্ত্বা হিসেবে নদীর অধিকার নিশ্চিত করার দাবিতে র‌্যালী ও বুড়িগঙ্গায় অব¯’ান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহ-আয়োজক ছিলেন বিআইডব্লিউটিএ, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, গ্রীনভয়েস, জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা।


বাপা’রযুগ্ম সম্পাদক মিহির বিশ^াস এর সভাপতিত্বে এবংযুগ্ম সম্পাদক আলমগীর কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুলকাদের। এতে উপ¯ি’ত থেকে বক্তব্য রাখেন বাপা’রসাধারণ সম্পাদক, শরীফজামিল, বাপানদী ও জলাশয় কর্মসূচি কমিটির সদস্য সচিব ড. হালিম দাদ খান, বাপা নির্বাহী সদস্য ইবনুল সাঈদ রানা, আব্দুল করিম কিম, সচেতন নাগরিক সমাজের সভাপতি জাহাঙ্গীর আদেল, বিআইডব্লিউটিএ’রসুপারভাইজার সেলিম হোসেন, বাপা সদস্য হাজি আনছার আলী এবং গ্রীন ভয়েস জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা সভাপতি আতকিয়া জাহান সহ অংশগ্রহণকারী সংগঠন সমূহের প্রতিনিধিবৃন্দ। 

উদ্বোধনী বক্তব্যে ড. মোহাম্মদ আব্দুল কাদের বলেন দেশের নদী রক্ষায় এখনি যথাযথ পদক্ষেপ না নিলে দেশের নদী গুলো বিলীন হয়ে যাবে। তিনি বলেন দেশে নদী রক্ষার অনেক আইন আছে, কিš‘ তা বাস্তবায়নের ঘাটতি রয়েছে। দেশের নদী উন্নয়নের প্রকল্পগুলো সঠিক ভাবে বাস্তবায়ন হ”েছনা সেই জন্য সরকারের পাশাপাশি বাপাসহ দেশের পরিবেশবাদী সংগঠন গুলো কে কাজ করতে হবে। 


সভাপতির বক্তব্যে মিহির বিশ^াস বলেন, যারা নদীগুলোকে দখল ও দূষণেরমাধ্যমে গ্রাস করছে তাদের আইনের আওতায় এনে বিাচর করতে হবে। আগে নদী তার পরে নগরায়ন। তিনি বলেন নদীকে মেরে নগরায়ন চাইনা। বুড়িগঙ্গার দূষণের ভয়াবহতা কত তা দেখার জন্য তিনি মন্ত্রী পরিষদের সদস্যদের বুড়িগঙ্গা নদীতে জাহাজের উপরে একটি সভা করার দাবী জানান।  


বাপা’রসাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, নদীকৃত্য দিবসের অর্থ হ”েছ নদীর জন্য কিছুকরা। নদীকেবাঁচানো মানে নিজেকে বাঁচানো। 

এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আঞ্চলিক শাখার উদ্যোগে আজ ১৪ই মার্চ ২০২৩, বগুড়া, চাটমোহর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ভালুকা, মোংলা, হবিগঞ্জ ও মহেশখালীতে ভিন ্নভিন্ন ইস্যুতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।



শেয়ার করুন