২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:১৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট প্রকাশের দাবি বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান ফুজি ফিফথ স্টেশন ইতিহাস গড়ে বিচারপতি হলেন বাংলাদেশি আমেরিকান সোমা হাদির খুনিদের শাস্তির দাবিতে স্মারকলিপি ও গায়েবানা জানাজা মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ‘স্যাংচুয়ারি ক্যাম্পাস’ ঘোষণার দাবি শিক্ষার্থীদের কিউনি ও সুইনি ছাত্রছাত্রীদের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু তৃতীয় দেশে ফেরত পাঠানোর যুক্তিতে আশ্রয় আবেদন বাতিলের উদ্যোগ যুক্তরাষ্ট্রে ন্যাচারালাইজড নাগরিকত্ব বাতিলের নতুন নির্দেশনা ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় ৩৯ দেশ


জামার ব্যাংকসকে ৮৭ বার গ্রেফতার করা হয়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৫
জামার ব্যাংকসকে ৮৭ বার গ্রেফতার করা হয় জামার ব্যাংকস


নিউইয়র্ক সিটির সাবওয়েতে দুটি ছুরিকাঘাতের ঘটনা ঘটানোর অভিযোগে একজন হোমলেস ব্যক্তি জামার ব্যাংকসকে (৫২) গত ৫ জানুয়ারি গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১ ও ২ জানুয়ারি ম্যানহাটন ও ব্রঙ্কসে দুটি পৃথক ছুরিকাঘাতের অভিযোগ রয়েছে। ব্যাংকস, তার অপরাধমূলক ইতিহাসের কারণে তিনি পুলিশ কর্তৃক দীর্ঘদিন ধরে অনুসন্ধানাধীন ছিলেন।

প্রথম ঘটনা ঘটে ১ জানুয়ারি যখন ব্যাংকস ম্যানহাটনের ১৪তম স্ট্রিট সাবওয়ে স্টেশনে নম্বর-২ ট্রেনের আপটাউন ক্যারিতে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন। ভিকটিম পুলিশকে জানায় যে, আক্রমণকারী তার কাছে এসে ঝগড়া শুরু করে এবং পেছন থেকে তাকে ছুরি দিয়ে আঘাত করে। দ্বিতীয় ঘটনা ঘটে ২ জানুয়ারি যখন ব্যাংকস ব্রঙ্কসে পেলহাম বে স্টেশনের নর্থবাউন্ড ৬ নম্বর ট্রেন প্ল্যাটফর্মে একজন অব ডিউটি এমটিএ ক্লিনারকে ছুরিকাঘাত করেন। গ্রেফতারকালে ব্যাংকসের কাছ থেকে একটি বড় ছুরি উদ্ধার করা হয়। এ ছুরিটি হামলাগুলোতে ব্যবহৃত হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তার অপরাধমূলক ইতিহাস অনেক লম্বা। বিভিন্ন অপরাধে অতীতে ৮৭ বার গ্রেফতার হয়েছেন। এর মধ্যে অস্ত্র রাখা, আক্রমণ, অপরাধমূলক অনুপ্রবেশ এবং ছোট চুরির অভিযোগ রয়েছে।

এছাড়া ব্যাংকসের গ্রেফতারকালে তার শারীরিক এবং মানসিক অবস্থা অসংলগ্ন ছিল, যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাবওয়ে স্টেশনের নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে, এবং তারা আরো কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে। জামার ব্যাংকসের গ্রেফতার নিউইয়র্ক সিটির সাবওয়ে নিরাপত্তার জন্য একটি বড় সতর্কতার সংকেত হয়ে দাঁড়িয়েছে। তার দীর্ঘ অপরাধমূলক ইতিহাস এবং সাবওয়ে স্টেশনগুলোতে ঘটে যাওয়া এই সহিংসতা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ ও প্রশাসন থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা এখন আরো বেশি করে অনুভূত হচ্ছে, বিশেষ করে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য। ব্যাংকসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে এবং স্থানীয়রা সাবওয়ে নিরাপত্তার আরো কঠোর পদক্ষেপ দাবি করছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা যায়।

শেয়ার করুন