১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৪০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


কৃষকদল-পঞ্চগড় জেলা শাখার আহবায়ক আব্দুর রাজ্জাক-কে গ্রেফতারের নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৩
কৃষকদল-পঞ্চগড় জেলা শাখার আহবায়ক আব্দুর রাজ্জাক-কে গ্রেফতারের নিন্দা


বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-পঞ্চগড় জেলা শাখার আহবায়ক আব্দুর রাজ্জাক-কে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে অব্যাহত গতিতে গ্রেফতার ও হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারাগারে নিক্ষেপের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রুপান্তরিত করেছে সরকার। বর্তমান সময়ে এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এধরণের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক-কে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ। 


বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী রাষ্ট্র পরিচালনায় নিজেদের ব্যর্থতা আড়াল করতেই সাধারণ জনগণ ও বিরোধী নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তবে এভাবে জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী সরকার নিজেদের পতন ঠেকাতে পারবে না, কারণ জনগণ এখন ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নামতে শুরু করেছে।”


নেতৃদ্বয় বিবৃতিতে আব্দুর রাজ্জাক-কে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার বিরদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন। 


শেয়ার করুন