০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


আইস কর্তৃক আটক স্কুলছাত্রের মুক্তির দাবিতে আদালতে মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৫
আইস কর্তৃক আটক স্কুলছাত্রের মুক্তির দাবিতে আদালতে মামলা


অভিবাসন আদালতে শুনানির পর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর হাতে আটক হওয়া ব্রঙ্কসের ২০ বছর বয়সী নিউইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলের ছাত্র ডিলানের অবৈধ আটক ও মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ২৯ মে রাতে পেনসিলভানিয়ার একটি ফেডারেল আদালতে তার মুক্তির দাবিতে ‘হ্যাবিয়াস করপাস’ আবেদন দাখিল করা হয়। আবেদনে বলা হয়েছে, ডিলান যতদিন আটক থাকবেন, ততদিন তার স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবে, গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া হুমকির মুখে পড়বে এবং তিনি তার পড়াশোনাতেও পিছিয়ে পড়বেন।

ডিলানের কোনো অপরাধমূলক রেকর্ড নেই এবং তিনি মানবিক কারণে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। গত ২১ মে নিউইয়র্কের একটি আদালতে ডিলান ও তার মা এক অভিবাসন শুনানিতে অংশগ্রহণ করেন, যেখানে তারা আইনজীবী ছাড়াই উপস্থিত ছিলেন। শুনানি শেষে কোর্ট ভবন থেকে বের হওয়ার সময়, সাদা পোশাকধারী দুই আইস কর্মকর্তা তাদের অনুসরণ করে এলিভেটরে উঠে ডিলানকে গ্রেফতার করেন। অভিযোগ রয়েছে, কর্মকর্তারা তার মাকে মোবাইলে ভিডিও ধারণ না করার জন্য হুমকি দেন।

ডিলানের আইনজীবীরা দাবি করেছেন, তাকে সাধারণ অভিবাসন প্রক্রিয়া বাদ দিয়ে ‘এক্সপেডাইটেড রিমুভাল’ নামে একটি ত্বরিত বহিষ্কার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে আদালতের সামনে নিজের বক্তব্য রাখার সুযোগ সীমিত এবং আপিলের সুযোগও থাকে না। বর্তমানে ডিলান পেনসিলভানিয়ার একটি ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। তাকে ইতিমধ্যে টেক্সাস, লুইজিয়ানা এবং নিউজার্সির বিভিন্ন বন্দি কেন্দ্রে ঘুরিয়ে বেড়ানো হয়েছে, যার ফলে তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হয়েছে। ডিলান দীর্ঘদিন ধরে এক জটিল পেটের রোগে ভুগছেন। তার চিকিৎসকরা সন্দেহ করছেন, তিনি ক্যানসার বা ক্রোনস ডিজিজে আক্রান্ত হতে পারেন। সম্প্রতি একটি পরীক্ষার রিপোর্টে দেখা গেছে, তার জরুরি ভিত্তিতে ডাক্তার দেখানো প্রয়োজন।

আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, ডিলান তার বাবার মৃত্যুর পর স্পেশাল ইমিগ্র্যান্ট জুভেনাইল স্ট্যাটাস পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন, যা তাকে গ্রিনকার্ড পাওয়ার পথে সহায়তা করতো। তবে তিনি চলতি বছরের শেষ দিকে ২১ বছরে পদার্পণ করলে এই সুযোগটি হারিয়ে ফেলতে পারেন।

নিউইয়র্কে বসবাসের সময় ডিলান ইংরেজি ভাষা শেখার জন্য এলআইএস প্রেপ নামক একটি স্কুলে ভর্তি হন। তিনি আংশিক সময়ে ডেলিভারি ড্রাইভারের কাজ করতেন এবং তার মায়ের অনুপস্থিতিতে ছোট ভাইবোনদের দেখাশোনা করতেন। তার আয় ও দায়িত্বশীল ভূমিকার কারণে পরিবারটি একটি হোমলেস শেল্টার থেকে বেরিয়ে এসে নিজেদের অ্যাপার্টমেন্টে উঠে আসতে সক্ষম হয়।

ডিলানের আটকের ঘটনায় নিউইয়র্কের রাজনীতিক এবং অভিবাসন অধিকারকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ২৯ মে নিউইয়র্ক সিটি শিক্ষা বোর্ডের সদর দফতরের সামনে শত শত মানুষ প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন, যেখানে নিউইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলরও উপস্থিত ছিলেন। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস শুরুতে এই ঘটনায় সতর্ক আচরণ করলেও অবশেষে শুক্রবার এক বিবৃতিতে বলেন, আইনি প্রক্রিয়ায় থাকা একজন শিক্ষার্থীর আটক হওয়া অত্যন্ত দুঃখজনক। বর্তমানে ডিলানের অভিবাসন মামলার সিদ্ধান্ত বিচারাধীন। তার আইনজীবীরা দাবি করেছেন, বিচার চলাকালীন যেন তাকে পেনসিলভানিয়াতেই রাখা হয় এবং দ্রুত মুক্তি দেওয়া হয়।

শেয়ার করুন