০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:১৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


প্রধানমন্ত্রী আসছেন ২৮ এপ্রিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৪-২০২৩
প্রধানমন্ত্রী আসছেন ২৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বিশ্বব্যাংকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামী ২৮ এপ্রিল ওয়াশিংটন আসছেন। মাত্র এক সপ্তাহের সফর শেষে তিনি ৪ মে লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান দেশ পত্রিকাকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ এপ্রিল বাংলাদেশ থেকে জাপান যাবেন। সেখানে ২৮ এপ্রিল অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠান শেষে তিনি বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ২৮ এপ্রিল বিকেল ৩টা ৩০ মিনিটে ওয়াশিংটনের ডুলাস আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করবেন। সেখানে তাকে অভ্যর্থনা জানাবের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এই এয়ারপোর্টে তাকে ফুলেল অভ্যর্থনা জানাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং ওয়াশিংটন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ড. সিদ্দিকুর রহমান আরো জানান, বিশ্বব্যাংক ১ মে ওয়াশিংটন ডিসিতে ৫০ বছর বাংলাদেশের সঙ্গে অংশিদারীত্বের উদযাপন করবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগদান করবেন। এ ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওয়াশিংটনের রির্জড ক্লাটন হোটেলে নাগরিক সংবর্ধনার আয়োজন করবে। তবে এখনো সংবর্ধনার তারিখ এবং সময় চূড়ান্ত করা হয়নি। আরেক প্রশ্নের জবাবে ড. সিদ্দিকুর রহমান জানান, আমি যতদূর জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন আসছেন। এ ছাড়া তার অন্য কোন কর্মসূচি আছে কি না আমার জানা নেই। তবে আমেরিকান ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ১০ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্থনী ব্লিনকেটের বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আসার কথা রয়েছে। অন্য আরেকটি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাইডেন প্রশাসনের বৈঠকের সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটনের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী আগামী ৪ মে লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করবেন। লন্ডনে ৫ মে তিনি একটি অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।

শেয়ার করুন