০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:২২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


অর্পিত সম্পত্তি লিজ প্রথার পরিবর্তে উত্তরাধিকারী ও বংশধরদের নিকট প্রত্যাবর্তনের দাবি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-০৬-২০২৩
অর্পিত সম্পত্তি লিজ প্রথার পরিবর্তে উত্তরাধিকারী ও বংশধরদের নিকট প্রত্যাবর্তনের দাবি


অর্পিত সম্পত্তি লিজ প্রথার পরিবর্তে উত্তরাধিকারী ও বংশধরদের নিকট প্রত্যার্পনের দাবিতে মানববন্ধন কর্মসূচী

অদ্য ১০ জুন ২০২৩ খ্রিস্টাব্দ শনিবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু পরিষদ, কেন্দ্রীয় কমিটির আয়োজনে "অর্পিত সম্পত্তির লিজ প্রথার পরিবর্তে উত্তরাধিকার ও বংশধরদের নিকট প্রত্যার্পণের" দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দিপঙ্কর সিকদার দিপু মহোদয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অনুপ কুমার দত্ত, সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র, যুব পরিষদের প্রধান সমন্বয়কারী মনিষ বালা, নির্বাহী সভাপতি অমিত বর্মন, বিলাস বিশ্বাস, উজ্জ্বল কর্মকার, সহ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। আরো উপস্থিত বক্তাগণ এডভোকেট সঞ্জয় কুমার দুর্জয়, এডভোকেট বাসুদেব গুহ, এডভোকেট দেবাশীষ পান্ডে, এডভোকেট প্রল্লাদ, এডভোকেট  প্রকাশ হালদার, এডভোকেট গৌরঙ্গ মন্ডল, এডভোকেট সুমন কুমার সাহা, জয় কুমার মৃধা, নিহার রঞ্জন হালদার, তাপস বিশ্বাস রাজিব, রিটন কান্তি নাথ, তুষার কুমার বিশ্বাস প্রমুখ।

সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র তার বক্তব্যে বলেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর যে কোন দেশে দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাষ্ট্রের কোন সমস্যা নেই, সমস্যা শুধু হিন্দু সম্প্রদায় ও ভারত। সারাদিন ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে গলা ফাটানো হয় কিন্তু ভারতে বসবাসকারী এদেশের উত্তরাধিকারী ও বংশধরদের শত্রু ও তাদের সম্পত্তি শত্রু-সম্পত্তি হিসেবে আখ্যায়িত। তবে এই নীতি কেবলি হিন্দু সম্প্রদায়ের জন্য প্রযোজ্য, কেননা অন্যান্য সম্প্রদায় ভারতের নাগরিকত্ব নিলে তারা শত্রু কিংবা তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি হয়না। ধর্মভেদে স্বাধীন দেশের নাগরিকদের মধ্যে রাষ্ট্রের এহেন দ্বিচারিতা মনোভাব কোনভাবে কাম্য হতে পারে না। তাই অনতিবিলম্বে অর্পিত সম্পত্তির লিজ প্রথার বাতিল করে উত্তরাধিকার ও বংশধরদের নিকট ফেরত দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

সভাপতি দিপঙ্কর সিকদার দিপু বলেন, পূর্ব পাকিস্তানের তৈরি আইন স্বাধীন বাংলাদেশে চলতে পারে না। মহান মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে অনতিবিলম্বে অর্পিত সম্পত্তির লিজ প্রথা বাতিল করে যাদের সম্পত্তি তাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

উপস্থিত অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে অর্পিত সম্পত্তির লিজ প্রথার বাতিলসহ প্রকৃত উত্তরাধিকার ও বংশধরদের নিকট সম্পত্তি প্রত্যার্পণে মাননীয় প্রধানমন্ত্রী সদয় হস্তক্ষেপ কামনা করছেন।

উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ সনাতন কল্যাণ জোটের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল ঘোষ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন