০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৫৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ঢাকাসহ সারা দেশে সিপিবির বিক্ষোভ
স্মরণকালের হত্যাযজ্ঞের দায় নিয়ে এখনই শেখ হাসিনার পদত্যাগ দাবি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-০৮-২০২৪
স্মরণকালের হত্যাযজ্ঞের দায় নিয়ে এখনই শেখ হাসিনার পদত্যাগ দাবি


স্মরণকালের হত্যাযজ্ঞ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসযজ্ঞ  ঠেকাতে না পারার দায় নিয়ে এখনই শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। এই দাবিতে আজ ৩ আগস্ট ২০২৪ ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি। বিকাল চারটায় পুরনো পল্টন মোড়ে সিপিবি সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। এ সময় পার্টির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের দম্ভ ও স্বৈরাচারী আচরণের ফলে ছাত্র সমাজের দাবি না মেনে সারা বাংলাদেশে স্মরণকালের হত্যাযজ্ঞ সংগঠিত হলো। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে সরকার স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে রেখে,সারাদেশে ভয়ের রাজত্ব কায়েম করে জনগণের কন্ঠকে রুদ্ধ করতে চেয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী দিয়ে দমন পীড়ন করেই ক্ষমতা রক্ষার শেষ চেষ্টা করে চলেছে সরকার। কিন্তু সম্প্রতি ছাত্র তরুণেরা বুকের রক্ত দিয়ে যেভাবে রুখে দাঁড়িয়েছে তার মধ্য দিয়ে ভয়ের রাজত্বের বিরুদ্ধে জনগণকে বিদ্রোহের সাহস যুগিয়েছে।


নেতৃবৃন্দ বলেন কয়েকশো মানুষকে হত্যার পরও ছাত্র তরুনেরা রাজপথ দখলে রেখেছেন। আজ সারা দেশের ছাত্র জনতা ভয়কে উপেক্ষা করে রাজপথ দখলে নিয়েছে। এরপরও সরকার পদত্যাগ না করে নতুন নতুন নাটক তৈরির চেষ্টা করছে যা দেশবাসী গ্রহণ করছে না। সরকার ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে চাইলে সংকট আরো বাড়বে।


নেতৃবৃন্দ বলেন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আর এক মুহূর্ত দেরি না করে এখনই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে সিপিবি নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি পুনরায় দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রতিক আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ছাত্রদের অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।


এরপর সিপিবি নেতাকর্মীরা মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে ছাত্রদের সমাবেশে সংহতি জানান।


শেয়ার করুন