০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৯:২৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বিএনপির উদ্যোগে বিভিন্ন জেলায় ‘তারণ্যের সমাবেশ’ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২৩
বিএনপির উদ্যোগে বিভিন্ন জেলায় ‘তারণ্যের সমাবেশ’ কর্মসূচি


বিএনপির তিন সংগঠনের উদ্যোগে বিভিন্ন জেলায় ‘তারণ্যের সমাবেশ’ কর্মসূচির মধ্যে অন্য চার সংগঠনের উদ্যোগে ‘মেহনতি মানুষের পদযাত্রা’র কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা ঘোষণা করেন।

 

কর্মসূচিসমূহ হচ্ছে: নোয়াখালী ১৫ জুলাই, দিনাজপুর ১৯ জুলাই, রাজশাহী ২৮ জুলাই, যশোর ৫ আগস্ট, হবিগঞ্জ ১২ আগস্ট এবং বরিশাল ১৯ আগস্ট।

 

রিজভী বলেন, ‘‘ স্বল্প আয়ের মানুষের দুর্দিন, দুর্নীতি-শোষন-নির্যাতনের প্রতিবাদে ছয় জেলা সদরে যৌথভাবে পদযাত্রা করবে বিএনপির চার অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মতস্যজীবী দল।

 

রিজভী বলেন, ‘‘বর্তমানে ধনী-গরীবের ব্যবধান চরম পর্যায়ে পৌঁছেছে। স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে ঘোর দুর্দিন। তারা অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছে।একদিকে সীমাহীন দুর্নীতি, লুন্ঠন, স্বেচ্ছাচারিতা, শোষণ-বঞ্চনার প্রকোপ অন্যদিকে মেহনতী মানুষ নুন আনতে পান্তা ফুরায় এর মতো সর্বনাশা দুর্দশার মধ্যে নিপতিত হয়েছে।”

 

‘‘ এজন্য দলের পক্ষ থেকে দেশ বাঁচাতে ‘মেহনতী মানুষের পদযাত্রা’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এই পদযাত্রা কর্মসূচি সফল করবে জাতীয়তাবাদী কৃষকদল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী তাঁতী দল ও জাতীয়তাবাদী মতস্যজীবী দল।দেশব্যাপী কৃষক, শ্রমিক, তাঁতী জেলেসহ আপামর মেহনতী জনতাকে উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

 

তিনি জানান, এই কর্মসূচি সফল করতে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনকে সমন্বয়ক করে একটি সমন্বয় কমিটি করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারি  শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মতস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব প্রমূখ নেতৃ্বৃন্দ উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন