১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১১:২৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ ফেব্রুয়ারী ২০২৫ ত্রোয়েদশ জাতীয় নির্বাচন ও গনভোট ফ্যাক্টচেকিং ও কনটেন্ট মডারেশন কর্মীদের ভিসা নিষেধাজ্ঞা ৮ ডিসেম্বর থেকে এফ ও এম সাবওয়ে লাইন সপ্তাহের দিনে রুট পরিবর্তন উইন রোজারিওর খুনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনে লেটিকেয়ার অস্বীকৃতিতে জাপানের প্রথম রাজধানী নারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে বয়কট নিষিদ্ধ করে অ্যাডামসের বিতর্কিত আদেশ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির ভাতিজার মাকে মুক্তির নির্দেশ বিশ্বকাপ ফাইনালে টিকেটের দাম ৬ হাজার ডলার


বেশ কিছু ধারায় আনা হয়েছে পরিবর্তন জানিয়েছেন আইনমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা বদলে সাইবার সিকিউরিট আইনে প্রতিস্থাপন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৩
ডিজিটাল নিরাপত্তা বদলে সাইবার সিকিউরিট আইনে প্রতিস্থাপন


বহুল আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’ বাতিল করে সেখানে  আইনটি ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’ নামে প্রতিস্থাপিত হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক। বাতিল হতে যাওয়া আইনটি নিয়ে ছিল অনেক বিতর্ক। সুচনা থেকেই সাংবাদিকরা এর কঠোর সমালোচনা ও এর বাতিল চেয়ে আসছিল। বিশেষ করে স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ক্ষেত্র এই আইনকে প্রতিবন্ধক মনে করতেন আইনজ্ঞরা। তবে সব আলোচনা-সমালোচনাকে টপকে সবশেষ আইনটি সংশোধন ও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিচারাধীন সকল মামলাগুলো এখন এ নতুন আইনের আওতায় ও নিয়মে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।


এ ব্যাপারে আজ সোমবার আইনমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অনেক ধারা থাকবে না। পরিবর্তন ও সংশোধন হবে।’  


মন্ত্রী আরও বলেন,  ‘শেখ হাসিনার সরকার ‘লিসেনিং গভর্নমেন্ট’ হিসেবে কাজ করছে। সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব পরিবর্তন আসছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মানহানির মামলায় আগের জেল ও জরিমানার বিধান ছিল, জেলের বিধানটি বাদ দিয়ে শুধু জরিমানার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।’ এ ধারায় সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জড়িমানার বিধান রাখা হয়েছে। তবে পাশাপাশি অনাদায়ে ৩ থেকে ৬ মাসের জেলেরও নিয়ম রাখা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় সংগীত, জাতীয় পতাকাকে অবমাননা করে কিছু বলা হলে আগে ১০ বছর শাস্তির বিধান ছিল। এখন তা কমিয়ে ৭ বছর করা হয়েছে। এছাড়াও আরও অনেকগুলো ধারায় পরিবর্তন করা হবে।


শেয়ার করুন