১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:১৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বাংলাদেশে রাজনৈতিক সংহিসতায় জাতিসংঘের উদ্বেগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৩
বাংলাদেশে রাজনৈতিক সংহিসতায় জাতিসংঘের উদ্বেগ


বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে (২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ) সহিসংতা এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্থোনিও গুতেরেস। সব রাজনৈতিক দলসমূহকে সহিংসতা থেকে বিরত থাকার আহবান জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ এবং বেআইনী গ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

গত ৩০ অক্টোবর সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে সংস্থাটির মহাসচিবের  পক্ষে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি পড়ে শুনান মুখপাত্র স্টিফেন ডোজারিক। এ সময় ডোজারিক বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতায় অন্তত নয় জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হবার ঘটনায় জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। তিনি সব রাজনৈতিক দলসমূহকে সহিংসতা থেকে বিরত থাকার এবং  অতিরিক্ত বলপ্রয়োগ ও বেআইনী গ্রেফতার বন্ধের আহবান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব মতপ্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারে সম্মান প্রদর্শনের বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন বলে উল্লেখ করেন এই মুখপাত্র।

ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডোজারিক বলেন, “সহিংসতার ঘটনায় আমরা অবশ্যই উদ্বিগ্ন, যেমনটা বিবৃতিতে বলেছি। আমরা এখনো মনে করি পরিস্থিতি শান্ত হওয়া উচিত এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সবাই যেনো তাদের অধিকার চর্চা এবং মতপ্রকাশের স্বাধীনতা পায়, সে অধিকারের বিষয়টিতে সম্মান  প্রদর্শন করতে হবে।”

শেয়ার করুন