০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০১:২৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


রেমিট্যান্স বন্ধের হুমকি
বিভাগের দাবিতে নোয়াখালী বাস্তবায়ন কমিটির র‌্যালি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
বিভাগের দাবিতে নোয়াখালী বাস্তবায়ন কমিটির র‌্যালি বক্তব্য রাখছেন শাহ নাসের স্বপন


নোয়াখালী বিভাগের দাবিতে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা এবং র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ র‌্যালি ও সভাতে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির উপদেষ্টা ও বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাহ নাসের স্বপন। বৃহত্তর নোয়াখালী সোসাইটির সহ-সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক। গত ৮ নভেম্বর সন্ধ্যায় ব্রুকলিনে বৃহত্তর নোয়াখালী সোসাইটির ভবনের সামনে অনুষ্ঠিত হয়। র‌্যালির আগে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই সময় বিভাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী, আনসার আলী, আহসান উল্যাহ বাচ্চু, মোহাম্মদ জাকির হোসেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটির উপদেষ্টা মাইনুল উদ্দীন মাহবুব, শাহ আলম, যুক্তরাষ্ট্র জাগপার সভাপতি রহমতুল্লাহ, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন প্রমুখ।

সমাবেশে নাজমুল হাসান মনিক বলেন, বাংলাদেশের প্রতিটি অর্জনে নোয়াখালীবাসীর গুরুত্বপূর্ষ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতাযুদ্ধে আমাদের অর্জন ছিল। সেই সঙ্গে দেশের উন্নয়নেও নোয়াখালীবাসীর অবদান অস্বীকার করা যাবে না।

আহ্বায়ক শাহ নাসের স্বপন পপ্রতিবাদ সভা সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যতদিন না পর্যন্ত নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

অন্য বক্তারা বলেন, বাংলাদেশে গর্বিত জেলা হচ্ছে নোয়াখালী জেলা। এখনো নোয়াখালী বাংলাদেশের ধনী এলাকা। এই এলাকার মানুষ দেশের উন্নয়নে বিরাট ভূমিকা পালন করছে। ভাষা আন্দোলনে আমাদের অবদান ছিল, স্বাধীনতা যুদ্ধে আমাদের আবদান ছিল এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদেও নোয়াখালীর মানুষ ছিল এবং এখনো আছে। তারা বলেন, অবদানের কথা চিন্তা করলে সবার আগে নোয়াখালীকে বিভাগ করা উচিত। যদি নোয়াখালীকে বিভাগ করা না হয় তাহলে প্রবাস থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে রেমিট্যান্স বন্ধ করে দেওয়া হবে।

শেয়ার করুন