১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৪৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ ১-১
চেনা উইকেটে ব্যটিং ব্যর্থতায় হার, সিরিজ ড্র
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২৩
চেনা উইকেটে ব্যটিং ব্যর্থতায় হার, সিরিজ ড্র ব্যাটের উপর বলের প্রধান্য, এটাই ছিল ম্যাচের সারাক্ষনের চিত্র/ছবি সংগৃহীত


বাংলাদেশী ব্যাটসম্যানদের চীর পরিচিত ও প্রিয় উইটেক পেয়েও জয় পেতে ব্যর্থ হলো নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হচ্ছিল মিরপুর শেরেবাংলায়। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচের প্রথম দিনে ১৫ উইকেটের পতনে বিস্মিত হন সবাই। একটা টেষ্ট ম্যাচের প্রথম দিনের যদি হয় ওই চিত্র তাহলে এর পরের অবস্থা কী দাড়াতে পারে। কিন্তু এ ম্যাচেও বাংলাদেশ দল ব্যর্থ।

শেষ পর্যন্ত চেনা উইকেটে ব্যর্থতার ষোলকলাপূর্ণ করে হেরে যায় ৪ উইকেটে।


প্রথম ব্যাটিং করতে নেমে সবে ১৭২ রান করেই অলআউট। জবাবে খেলতে নেমে ওইদিনই হারিয়েছিল কিউইরা ৫ উইকেট। এরপর ওই ইনিংসে ১৮০ রান করে অলআউ হয়, যার অর্থ কোনোক্রমে নেন তারা লীড।


এরপর খেলতে নামা বাংলাদেশী ব্যাটসম্যানরা ক্রিজেই দাড়াতে পারছিলেণ না যেন। একের পর এক আউট হতে থাকলে দ্বায়িত্ব নিয়ে ক্রিজ আগলাতে পারেননি কেউই। ফলে শেষ হয়ে যায় দ্বিতীয় ইনিংস ১৪৪ রানে। এরপর খেলতে নেমে ১৩৯/৬ রান করে জিতে যায় ম্যাচ অনায়াসে। যদিও কিছুটা দুশ্চিন্তা ছিল তাদের। কিন্তু গ্লেন ফিলিপস ৪০ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জয় উপহার দেন। যাতে করে সিরিজে হার এড়াতে সক্ষম হয় নিউজিল্যান্ড। সিরিজ ১-১ ড্র। 


উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ সিলেটে।

শেয়ার করুন