১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


সরকারের ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
সরকারের ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ


গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় সরকারের ১০০ দিনের সামগ্রিক কাজকর্ম ও রাজনৈতিক পদক্ষেপসমূহ নিয়েও আলোচনা করা হয়।

সভায় বাজার পরিস্থিতিকে বেসামাল হিসাবে আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে ক্ষোভ প্রকাশ করা হয় এবং বলা হয় বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের বিশেষ কোন কার্যকারিতা দেখা যাচ্ছে না। অতি আবশ্যক খাদ্যপণ্য এখনও স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। প্রস্তাবে বলা হয়, যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার বা কমিয়ে আনা হয়েছে খুচরা বাজারে তারও কোন প্রভাব নেই।

বৈঠকের প্রস্তাবে বলা হয় পুরানো মুনাফাখোর বাজার নিয়ন্ত্রণে এখনও বহাল তবিয়তে রয়েছে। প্রস্তাবে তাদের দৌরাত্ম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়। টিসিবির তৎপরতায় যোগান বৃদ্ধি ও অভাবী পরিবারসমূহকে নগদ অর্থ প্রদানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

প্রস্তাবে বলা হয়, বাজারের বেসামাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে।

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে দেশে ডেঙ্গু পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসাথে দেশের স্বাস্থ্যসেবার পরিস্থিতি নিয়েও শংকা প্রকাশ করা হয়। প্রস্তাবে জরুরি সেবাখাতে মনোযোগী হতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

সভায় জনজীবনের সংকট সমাধানের দাবিতে আগামী ২৭ নভেম্বর ২০২৪ বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্য এর সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ঈমন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন