২১ মে ২০১২, মঙ্গলবার, ০৭:১৮:০৯ পূর্বাহ্ন


মরহুম খন্দকার আব্দুল খালেকের ৫৫ তম মৃত্যুদিবস
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ০৯-০১-২০২৪
মরহুম খন্দকার আব্দুল খালেকের ৫৫ তম মৃত্যুদিবস মরহুম খন্দকার আব্দুল খালেক


আজ ৯ জানুয়ারী ২০২৪। আজ থেকে ৫৫ বছর আগে এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন আমাদের শ্রদ্ধেয় বাবা মরহুম খন্দকার আব্দুল খালেক। আমি তখন ফরিদপুর জিল্লা স্কুল থেকে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। বাবা আমাকে ইংরেজি পড়াতেন। সুঠামদেহী বাবা কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রী নিয়েছিলেন। কলেজের হয়ে ফুটবল ,হকি খেলতেন।

কলকাতা ফুটবল লীগের ডাকসাইটে ফরওয়ার্ড ছিলেন। বাবাকে আমাদের পোষা হরিণ দারুণভাবে আহত করেছিল। আমাদের জীবনের মূল্যবোধ বাবার কাছ থেকে শেখা। কাজকে উপাসনা মনে করা ,সবার সাথে সৌজন্যমূলক ব্যবহার করা , যে কোনো ভাবে সৎ জীবন যাপন বাবার শিক্ষা। বাবার পর একে একে বড় ভাই খন্দকার আব্দুল মালেক (১৯৮৮) ,মা সৈয়দা ইফ্ফাত আরা বেগম ( ১৯৯৪) , বড় আপা আখতারি বেগম ( ২০০৮) ,ছোট আপা মোস্তারী জামান ( ২০২২) আমাদের ছেড়ে গেছেন। বেঁচে আছি আমি আর ছোট ভাই খন্দকার আব্দুস সাদেক।


বাবার মূল কথা ছিল " Courtesy costs nothing but earns a lot ."


এখন সকাল। ফজরের নামাজ পরে সবার জন্য দোআ করবো। আমাদের সবার জন্য দোআ করবেন। যেমন বাবা মার শিক্ষা মেনে ইসলামের পথে নিজেদের বাকি সময় কাটিয়ে দিতে পারি।

শেয়ার করুন