০৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ০৭:৪৬:২১ পূর্বাহ্ন


কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড গঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৫
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড গঠন সভায় উপস্থিত নেতৃবৃন্দ


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইনক ইউএসএ’ র ২০২৫-২০২৬-২০২৭ সেশনে ১১ সদস্য বিশিষ্ট চূড়ান্ত ট্রাস্টিবোর্ড গঠন করা হয়েছে। ট্রাস্টি বোর্ড এর সদস্যবৃদ্ধ হলেন- মো: আবু সুফিয়ান, মাওলানা আব্দুল আলিম জিহাদী, মাস্টার শাহ আলম, সেলিম জাহিদ, হাজী আব্দুল মান্নান, মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, আবু নাসের চৌধুরী, আহসান উল্লাহ বাচ্চু, আবুল বাশার, নুরুল করিম মোল্লা ও মোহাম্মদ নাসিম।

ইতঃপূর্বে একই সেশনে ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর রবিবার কার্যকরি কমিটি ও ট্রাস্টি বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজের সঞ্চালনায় এবং সভাপতি মোঃ নুর আলম সিদ্দিক মুন্নার সভাপতিত্বে এসোসিয়েনের বর্তমান কার্যক্রম এবং করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বিগত শেসনে এসোসিয়েশনের জটিলতা এবং মামলা পর্যালোচনা করে ২০২৫-২০২৭ সেশনে ট্রাস্টি বোর্ডের সদস্যগণ সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্ধারণ না করার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য ইতিপূর্বে কার্যকরি কমিটি গঠনতন্ত্র রিভিউ কমিটি গঠন করেন। উক্ত কমিটি পূর্বের মামলা জটিলতার কারণসমূহ চিহ্নিত করে একটি সময়োপযোগী গঠনতন্ত্র প্রণয়ন করবেন।

ট্রাস্টি বোর্ড গঠন শেষে সভাপতি মোঃ নুর আলম সিদ্দিক মুন্নার ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ সবাই ধন্যবাদ জানিয়ে বলেন, আসুন আমরা আমাদের প্রিয় সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইনক ইউএসএ’র কল্যাণে কাজ করি এবং প্রবাসে এসোসিয়েশনের সুনাম অক্ষুন্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করি।

শেয়ার করুন