০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৪৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


চলে গেলেন বিজ্ঞানী রফিক উদ্দিন আহমেদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
চলে গেলেন বিজ্ঞানী রফিক উদ্দিন আহমেদ রফিক উদ্দিন আহমেদ


পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বিজ্ঞানী রফিকউদ্দিন আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মানবাজাতির চন্দ্র বিজয়ের ঐতিহাসিক অভিয়াত্রায় যুক্ত ছিলেন আমেরিকা প্রবাসী এ বিজ্ঞানী। গত ১২ মে রাত ৯ টা ৫৫ মিনিটে নিউইয়র্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

রফিক উদ্দিনের নাতি আয়ান হক মিডিয়াকে জানিয়েছেন, আগেরদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তাঁকে একটি হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসারা স্ট্রোক করেছেন বলেন জানান। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে  আইসিইউতে নেয়া হয়। গত শনিবার রাতে রফিক উদ্দিনের মৃতুর খবর নিশ্চিত করেন চিকিৎসারা।

রফিক উদ্দিন আহমেদ ১৯৩৬ সালের ২০ আগস্ট সিলেটের দণি সুরমা উপজেলার গঙ্গানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সত্তরের দশকে আলোচিত অ্যাপলো-১১ মহাকাশযানের গুরুত্বপূর্ণ অংশ লোনার মডিউলের রাডার নকশা প্রণয়ন ও কারিগরি কার্যক্রমে যুক্ত ছিলেন।

১৯৬৮ সালে গ্রæম্মান অ্যারোস্পেস করপোরেশনে প্রকৌশলী হিসেবে যোগদানের মধ্যে দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। এ প্রতিষ্ঠান থেকে তাঁকেসহ আরো কয়েকজন তড়িৎ প্রকৌশলীকে নাসা, অ্যাপোলো-১১ প্রকল্পের ‘লুনার মডিউল প্রকল্পে’ কাজ করার জন্য নির্বাচন করে। এ দলটি সেসময় মহাকাশযানের গুরুত্বপূর্ণ অংশ লোনার মডিউলের রাডার নকশা প্রণয়ন ও কারিগরি কার্যক্রমে যুক্ত ছিলো। চন্দ্র অভিযানে অংশগ্রহণকারীদের প্রশিণ দেয়ার কাজে সম্পৃক্ত ছিলেন রফিক উদ্দিন।

নিউইয়র্কেই স্থায়ীভাবে বসবাস করলেও দেশের সাথে সম্পর্ক ছিল তাঁর। রফিক উদ্দিন সিলেট বিভাগের বড় সামাজিক প্ল্যাটফর্ম সেভ সিলেটের চেয়ারম্যান ছিলেন।

শেয়ার করুন