পরপর দ্বিতীয় ওয়ানডেতেও শুন্যরানে আউট হয়ে ফিরছেন আত্ববিশ্বাস তলানীতে থাকা ওপেনার লিটন দাস/ছবি সংগৃহীত
ওপেনিং জুটির (লিটন সৌম্য) ব্যর্থতা কন্টিনিউ। আর এর খেসারত গুনতে হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ব্যাটিং সহায়ক উইকেটে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ এ ম্যাচে। চট্টগ্রামে টসে হেরে প্রথম ব্যাটিং করার সুযোগ পেয়ে শেষাব্দি ২৮৬ রান করে বাংলাদেশ। ওপেনার লিটন আবারও আউট শুন্য রানে। আগের ম্যাচেও শুন্যতেই আউট হন তিনি। টানা ৫ আন্তর্জাতিক ম্যাচের তিনটিতেই শুন্য, একটি সাত ও আরেক ম্যাচে ডাবল ফিসুনগারে যেতে পারছিলেন তিনি। সুচনার ওই ব্যর্থতার প্রেসার অন্যদের উপরও পরে। তবে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ওই রান করেছিল তারা।
যাতে তাওহিদ রিদয়ের অপরাজিত ৯৬ রান ছিল। এছাড়া সৌম্য সরকারের ধীর গতির ৬৮,শান্ত ও মুশফিকের স্কোরের উপর ভর করে ওই রান করে তারা। হাসারাঙ্গা নেন চার উইকেট।
এরপর সুচনায় তিন উইকেটের পতন ঘটিয়েও নিয়ন্ত্রন করা যায়নি লঙ্কানদের। নিশাঙ্কার ১১৪ ও আসালাঙ্কার ৯১ রানের উপর ভর করে জয়ের লক্ষ্যে পৌছে যায় শ্রীলঙ্কা ৪৭.১ ওভারে। এ জয়ে সিরিজে সমতা আসলো।