০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৩-২০২৪
চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল ইফতার মাহফিলে অতিথি ও আয়োজকবৃন্দ


গত ১৬ মার্চ জ্যাকসন হাইটস্থ নবান্ন পার্টি সেন্টারে নব গঠিত চাঁদপুর ফাউন্ডেশনের বার্ষিক ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী চাঁদপুরবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় ৪০০ মেহমানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিল একটি মিলন মেলায় পরিণত হয়। ইফতার কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুর রহমান ও সাইফুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর ফাউন্ডেশনের আহবায়ক মোস্তফা হোসেন মুকুল, ইফতার কমিটির আহবায়ক ফারুক হোসেন মজুমদার, ফাউন্ডেশনের সদস্য সচিব আব্দুস সামাদ টিটু এবং আব্দুল আউয়াল।

চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া, ডক্টর ধনঞ্জন সাহা, সাবেক সভাপতি হারুন ভুইয়া, বাবুল চৌধুরী, মামুন মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, প্রফেসর শাহাদাত হাসান, মুজহারুল ইসলাম চৌধুরী মুসা, রফিকুর রহমান মিয়া, আক্তার হামিদ, শহীদ আহমেদ, মোহাম্মদ হোসেন মানিক, তপন জামান, লুৎফুর রহমান চুন্নু, সাইফুল ইসলাম লিটন, আলমগীর হোসেন, সোহেল গাজী, মোহাম্মদ আজাদ, গোলাম আযম রকি, মামুনুর রহমান মজুমদার, ফয়সাল আহমেদ রিপন, গিয়াস মাতব্বর, মুস্তাক আহমেদ। বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আজারুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, আব্দুর রহিম হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক প্রচার সম্পাদক মফিজুল ইসলাম রুমি, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাক্তার এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল ও ইউনুস সরকার, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, মিল্টন ভূইয়া, আব্দুস সবুর, আহমেদ সোহেল, জ্যাকসন হাইট্স বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, জাতীয় বস্কার সেলিম, কুমিল্লা সমিতির সভাপতি বদরুল হক আজাদ, সাধারণ সম্পাদক আলামিন, মাহফুজুল হাসান, বর্ণালী হাসান, ডাক্তার জাহাঙ্গীর আলম, ডাক্তার শাহনাজ লিপি, শাপলা সাধারণ সম্পাদক রুহুল আমিন, জাতীয় ক্রিকেট আম্পায়ার রেজা, জ্যাকসন হাইটস মার্সেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আলম নমি, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী বাবু, শাকিল মিয়া, আনিসুজ্জামান রাসেল, উল্লাপাড়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল আলম, নরসিংদী সমিতির আন্তর্জাতিক বিষয় সম্পাদক মুরাদ, ইব্রাহিম খলিল, রিয়াদ, তাসলিমা বেগম নিপা, ইমাম সোহেল, শওকত হোসেন, মহিন উদ্দিন প্রমুখ।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাচ্চাদেরকে পুরস্কৃত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইকনা মসজিদের ইমাম হাফেজ বেলাল।

শেয়ার করুন