০১ জুলাই ২০১২, সোমবার, ১১:১৬:২৭ অপরাহ্ন


বাংলাদেশ সোসাইটির সদস্য সংগ্রহ অভিযান চলছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৪
বাংলাদেশ সোসাইটির সদস্য সংগ্রহ অভিযান চলছে বাংলাদেশ সোসাইটির সদস্য সংগ্রহ অভিযান


প্রবাসের অন্যতম মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সদস্য সংগ্রহ অভিযান চলছে। এই অভিযান শুরু হয়েছিল বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস থেকে। তারই ধারাবাহিকতায় গত ১৯ মে ওজনপার্কের মতিন রেস্টুরেন্টের সামনে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত সদস্য সংগ্রহের কাজ চলে। গত ২০ মে সদস্য সংগ্রহ করা হয় জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে।

এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দীন মাহবুব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুইয়া সদস্য সাদী মিন্টু, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক কর্মকর্তা জে মোল্লা সানি, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য জহিরুল ইসলাম মোল্লা, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা নাদের এ আইয়ুব, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ফারুক চৌধুরী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াসি চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন