৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:১২:৩৭ পূর্বাহ্ন


নিউইয়র্ক স্টেট বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৫
নিউইয়র্ক স্টেট বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন নিউইয়র্ক স্টেট বিএনপি। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ’র প্রক্টর ডা. শেখ ফরহাদ। নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান। দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস মসজিদের খতিব মাওলানা সাদিক সাহেব। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন। বিশেষ অতিথি ছিলেন যক্তরাষ্ট্র শমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিয়া আলিম পাখি, আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ, মাহবুবুর রহমান মুকুল, দেওয়ান কাউসার, মোঃ দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন মিয়াজী, মোহাম্মদ আবুল কালাম, রুহুল আমিন, সেলিম আহমদ, মনির হোসেন, মামুন হোসেন বিপ্লব, সাইদুজ্জামান রিঙ্কু, জাকির হোসেন, রাহিমুল আলম প্রিন্স, আব্দুল করিম, মোঃ ফয়সাল হোসেন ও নিউইয়র্ক স্টেট বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজত করা হয়।

এসময় বিএসএমএমইউ’র প্রক্টর ডা. শেখ ফরহাদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের উন্নয়নে প্রবাসীরা বিরাট ভূমিকা রাখছেন। তিনি বলেন, বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম চির স্মরণীয় হয়ে থাকবে। দেশের গণতন্ত্র রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন লড়াই সংগ্রাম করেছেন তা সকলের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বিগত আওয়ামী লীগের লুটপাট আর গণতন্ত্র ধ্বংসের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে প্রয়োজন জাতীয় নির্বাচন ও নির্বাচিত সকারের মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করা। সে লক্ষ্যে প্রবাসীসহ সকল জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করে যেতে হবে, তবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশে-বিদেশে জাতীয়তাবাদী শক্তির যে নব উত্থান ঘটেছে তার বিজয় সুনিশ্চিত হবে। একমাত্র জাতীয়তাবাদী শক্তির চূড়ান্ত বিজয়ের মাধ্যমে দেশের গণতন্ত্র রক্ষা করা, উন্নয়নের চাকাকে সচল রাখা ও মানুষের ভাগ্যের পরিবর্তন করে জনগণের মুখে হাসি ফোটানো সম্ভব।

শেয়ার করুন