০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মতবিনিময় সভায় জসীম
কুমিল্লাবাসীকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
কুমিল্লাবাসীকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে বক্তব্য রাখছেন জসীম উদ্দিন আহমেদ


গত ২৩ মে সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র প্রবাসী কুমিল্লাবাসীর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা বিএনপির (উত্তর) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে.এম কামরুল আহছান, সহ-সভাপতি দাউদকান্দি উপজেলা বিএনপি ও এনামুল হক সফর তালুকদার, সাধারণ সম্পাদক ডা. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনে। তিনজনই এক ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে আসেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি।

প্রবাসী কুমিল্লাবাসীর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পরিচালনার দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মাইনুদ্দীন মিয়াজী ও নাজমুল হাসান বাবু। বিশেষ দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ওলিউল্লা মোঃ আতিকুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, দাউদকান্দির জনপ্রিয় সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস খোকন, তরুণ বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী সরোয়ার খান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম বিল্লাল, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, দাউদকান্দি সোসাইটির সাবেক সভাপতি নুরুল আমিন রিটু, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমান, কুমিল্লা সোসাইটি অব নিউইয়র্কের ভারপ্রাপ্ত সভাপতি সালাহউদ্দিন চৌধুরী, সেলিম ভূঁইয়া, সেলিম আহমেদ, একরামুল হক, খন্দকার বাবুল, মোঃ ইকবাল,নেছার আহমেদ, রেজাউল করিম,কাজী আমিনুল ইসলাম স্বপন, আমানত হোসেন আমান, মোঃ বিপ্লব, আবদুল্লাহ আল মামুন, মোঃ জাহাঙ্গীর হাসান, মোঃ কামরুল ইসলাম, সাইদুর ইসলাম রিংকু, মোঃ কবির হোসেন, দেওয়ান কাউসারসহ আরো অনেক। 

প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন আহমেদ তার বক্তব্যের শুরুতেই যুক্তরাষ্ট্র প্রবাসী কুমিল্লাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান কর্ম ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তিনি বলেন, প্রবাসে বাংলাদেশী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থে ও নিজেদের স্বার্থে। বিশেষ করে কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে বলেন, এই প্রবাসে উল্লেখযোগ্যসংখ্যক কুমিল্লাবাসীর বসবাস, কুমিল্লার মানুষ দেশে- বিদেশে সুনামের সাথে যার যার পেশায় দতার পরিচয় রাখছেন এবং নিজ যোগ্যতায় বহু সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনে নেতৃত্ব প্রদান করছেন। প্রধান অতিথি বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম উল্লেখ করে বলেন, আমরা গর্ব করার মত একজন নেতা পেয়েছি যিনি শুধু কুমিল্লা নয়, সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসের সুস্বাস্থ্য কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য দোয়া করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরেক নিয়োগপ্রাপ্ত কমিউনিটি লিয়াজন’ কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা গ্রামের সন্তান সাংবাদিক এসএম সোলায়মান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন নিউজ চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি। তিনি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসকাবের বর্তমান সাংগঠনিক সম্পাদক। এছাড়া সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন কমিউনিকেশন ডাইরেক্টর, নিউইয়র্কের স্থানীয় অন্যতম সর্ববৃহত আঞ্চলিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির মিডিয়া এন্ড কমিউনিকেশন সেক্রেটারি।

শেয়ার করুন