নিউইয়র্ক সিটি, স্টেটসহ বিভিন্ন নির্বাচনের জন্যে প্রার্থীদের প্রচারণা ও ফান্ড রেইজিং চলছে। ১ আগস্ট, বৃহস্পতিবার বিশিষ্ট ব্যবসায়ী, মূলধারার রাজনীতিক এবং জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মানের উদ্যোগে জ্যাকসন হাইটসের ফাউমা ইনোভেটিভ কার্যালয়ে নিউইয়র্ক স্টেট ডিস্ট্রিক্ট-৩০’র এ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা’র জন্য এক ফান্ড রেইজিং ইভেন্টের আয়োজন করা হয়।
স্টিভেন রাগা তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটি ফাহাদ সোলায়মানের মধ্যস্থতায় আমার অতীতের নির্বাচনেও অনেক সহযোগিতা করেছে এবং আগামী নির্বাচনের জন্যও এখন আমাকে সহযোগিতা করছে। সেই জন্য আমি বাংলাদেশি কমিউনিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে জ্যাকসন হাইটসে একটি পার্কিং ভবনের প্রয়োজনীয়তা আপনারা তুলে ধরেছেন, মূলধারায় বাংলাদেশীদের প্রতিনিধিত্বের কথা তুলে ধরেছেন- আশা করি নিউইয়র্ক গভর্নরের সহায়তায় আমি এ বিষয়ে সহযোগিতা করতে পারবো। আপনাদের আশে আগেও ছিলাম ভবিষ্যতেও থাকবো।
আয়োজক ফাহাদ সোলায়মান তার বক্তব্যে বলেন, স্টিভেন রাগা আমাদের বাংলাদেশি কমিউনিটির বন্ধু। তিনি সব সময়ই আমাদের সুখে-দুঃখে সহযোগিতার হাত প্রসারিত করে থাকেন। তাই আগামী নির্বাচনেও আমরা স্টভেন রাগা’র পাশে থেকে সহযোগিতা করে যাবো। আজ এখানে উপস্থিত আপনারা যারা রাগার নির্বাচনী ফান্ড রেইজিং-এ সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিবিদ ও জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ, জেবিবিএ’র সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি এক্টিভিস্ট আসেফ বারী টুটুল, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মির্জা এম জামান শামীম, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী ময়নুজামান চৌধুরী, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো: কামরুজ্জামান কামরুল, এফইএমডি রকি, মিয়া মো: দুলাল, আফতাব জনি, জাহাঙ্গীর জয় প্রমুখ।
বক্তারা হোম কেয়ার, জ্যাকসন হাইটসে গাড়ি পার্কিং সমস্যাসহ স্মল বিজনেসম্যানদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে সামাধান আশা করেন।