১২ জানুয়ারী ২০২৫, শুক্রবার, ০১:০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক-এগারো সরকার গঠনের ইঙ্গিত নজিরবিহীনভাবে পরিবারের সদস্যসহ কর্মকর্তাদের ক্ষমা করে গেলেন বাইডেন অংশগ্রহণমূলক নির্বাচনে কঠোর চাপ পশ্চিমাদের বিএনপির ভাবমূর্তি নষ্টে অপপ্রচার খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না ন্যূনতম সংস্কার করে নির্বাচন দাবি বিএনপির চীনে গুরুত্বপূর্ণ সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ জার্মান চ্যান্সেলর ও প্রধান উপদেষ্টার বৈঠক : গণতান্ত্রিক উত্তরণে সহায়তার আশ্বাস জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল : অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা


দারুল কিরাত সেন্টারের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৪
দারুল কিরাত সেন্টারের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ


দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্যাটারসন মসজিদ আল ফেরদৌস ও শাহজালাল-লতিফিয়া মাদ্রাসা নিউজার্সি সেন্টারের সমাপনী ও পুরস্কার বিতরণ গত ১০ আগস্ট রবিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল-লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুন নুর এবং পরিচালনা করেন দারুল কিরাত সেন্টারের নাজিম সৈয়দ জুবায়ের আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য যুক্তরাষ্ট্রে আসা আল্লামা ফুলতলী কিবলাহর (রহ.) নাতি মাওলানা হুজাইফা আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্যাটারসন সিটির কাউন্সিল অ্যাট লার্জ ফরিদ উদ্দিন। মঞ্চে ছিলেন সেন্টারের প্রধান কারি হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী, কারি মাওলানা মনিরুল ইসলাম, কারি মাওলানা মুহিবুর রহমান, কারি মাওলানা ফয়সাল আহমেদ, কারি মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল হামিদ, কারি হাফেজ আলা উদ্দিন, কারি মাহতাব আহমেদ, কারি মাওলানা মানিক আল-মুবিন, কারি মাওলানা ইমরান আহমেদ, কারি জাফর উল্লাহ, কারি আবিদ আহমেদ, কারি সৈয়দ ইয়ামিন আলী, কারি আব্দুল আজিজ, কারি বখতিয়ার হোসেন তামিম, কারি মুতাহের হুসেন।

এছাড়াও ছিলেন খ-কালীন শিক্ষক কারি হাফেজ সৈয়দ খুবায়েব আলী, কারি আব্দুল মুহিত রাহাত, কারি আমিন রউফ, কারি মাওলানা আব্দুর রউপ, মসজিদ আল ফেরদৌস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মকবুল উল্ল্যা মতিন, ছাত্র-ছাত্রীদের অবিভাভকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মুতাহির ইসলাম, সৈয়দ খালিদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে ক্লাসে ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী প্রায় ৮৫ জন ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয়। প্যাটারসন সিটির পক্ষ থেকে শিক্ষকের সম্মান জানিয়ে ১৮ জন শিক্ষককে সম্মাননা সার্টিফিকেট দেন প্যাটারসন সিটির কাউন্সিল অ্যাট লার্জ ফরিদ উদ্দিন। সবশেষে মিলাদ শরীফ, দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন