এক্সেলসিয়র স্কলারশিপ
২০২৬ সালের বসন্ত সেমিস্টারের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ-এর আবেদন ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কএবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক -এর শিক্ষার্থীরা, যাদের পরিবারের বার্ষিক আয় ১,২৫,০০০ ডলারের কম, তারা টিউশন ফি ছাড়া কলেজে ভর্তি হতে পারবেন। যারা ২০২৫ সালের শরতের আবেদন মিস করেছেন, তারা এখন বসন্তের জন্য আবেদন করতে পারবেন। এ উদ্যোগ উচ্চশিক্ষার আর্থিক বাধা দূর করে শিক্ষার্থীদের ঋতবিমুক্তভাবে কলেজে অধ্যয়ন করার সুযোগ দেয়। প্রতি বছর এক্সেলসিয়র স্কলারশিপ প্রোগ্রাম হাজার হাজার নিউইয়র্ক শিক্ষার্থীর জীবন বদলে দেয়। এটি টিউশন ফি ছাড়া কলেজে অধ্যয়নের সুযোগ নিশ্চিত করে এবং স্টেটে শিক্ষার প্রাপ্যতা শক্তিশালী করে।
আবেদনকারীদের যোগ্যতার শর্ত হলো : পরিবারের সামঞ্জস্যকৃত মোট আয় ১ লাখ ২৫ হাজার ডলারের কম হওয়া। স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক বা সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক-এ পূর্ণকালীন স্নাতক ডিগ্রি প্রোগ্রামে ভর্তি। অনুমোদিত প্রোগ্রামে বছরে অন্তত ৩০ ক্রেডিট সম্পন্ন করা। স্কলারশিপ পাওয়ার সমান সময় পর্যন্ত নিউইয়র্কে বসবাস ও কর্মরত থাকা। যারা ফেডারেল অর্থায়নের যোগ্য, তাদের ফাফসা এবং নিউইয়র্ক স্টেট টিউশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম (ট্যাপ) আবেদন পূরণ করতে হবে।
নিউইয়র্ক স্টেট হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশনের প্রেসিডেন্ট ড. গুইয়েমো লিনারেস বলেন, প্রতিটি আবেদন ও প্রতিটি শিক্ষার্থীর সহায়তার মাধ্যমে আমরা টিউশন ফি-মুক্ত কলেজকে কেবল স্বপ্ন নয়, বাস্তবতায় পরিণত করতে পারছি। গভর্নর হোচুলের উচ্চশিক্ষার অ্যাক্সেস বৃদ্ধির অটল কমিটমেন্টের কারণে এক্সেলসিয়র স্কলারশিপ নিউইয়র্কের শিক্ষার্থীদের জীবন পরিবর্তন করছে। স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক চ্যান্সেলর জন বি কিং জুনিয়র বলেন, এক্সেলসিয়র স্কলারশিপ শিক্ষার্থীদের জন্য আর্থিক স্বাচ্ছন্দ্য ও উচ্চশিক্ষার সুযোগ বাড়িয়েছে। গভর্নর হোচুল ও রাজ্য নেতাদের ধন্যবাদ, যারা শিক্ষার্থীদের আর্থিক সহায়তার ক্ষেত্রে দৃঢ় সমর্থন প্রদান করেছেন। আমরা নিশ্চিত করবো যে প্রতিটি নিউইয়র্কবাসী বিশ্বমানের ও সাশ্রয়ী শিক্ষায় পৌঁছাতে পারে। স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক বোর্ড অব ট্রাস্টিজ বলেন, গভর্নর হোচুলের উদ্যোগে নিউইয়র্কবাসীরা সুইনি ক্যাম্পাসে বিশ্বমানের, সাশ্রয়ী শিক্ষার সুযোগ পাবেন। এটি শিক্ষার্থীদের ক্ষমতায়ন করছে এবং রাজ্যের অর্থনীতিকেও শক্তিশালী করছে। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক চ্যান্সেলর ফেলিক্স ভি. মাতোস রদ্রিগেজ বলেন, প্রায় এক দশক ধরে এক্সেলসিয়র স্কলারশিপ সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষার্থীদের ঋত ছাড়া উচ্চমানের ডিগ্রি অর্জনে সহায়তা করছে। আমরা সব যোগ্য শিক্ষার্থীকে আবেদন করার জন্য উৎসাহিত করছি এবং গভর্নর হোচুলের জনশিক্ষার প্রতি অটল সমর্থনের জন্য কৃতজ্ঞ।
২০১৭ সালে চালু হওয়ার পর থেকে এক্সেলসিয়র স্কলারশিপের মাধ্যমে স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়া কলেজে ভর্তি হতে পারছেন। এটি মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষাকে আরো প্রাপ্য করেছে এবং রাজ্যের কর্মসংস্থান শক্তিশালী করেছে। বসন্ত ২০২৬-এর জন্য আবেদন করা যাবে ৩ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত।
হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশন প্রতি বছর প্রায় তিন লাখ শিক্ষার্থীকে কলেজে পড়াশোনার সুযোগ প্রদান করে এবং বছরে ৯৩৫ মিলিয়ন ডলারের বেশি অনুদান, স্কলারশিপ এবং ঋত মওকুফ সুবিধা প্রদান করে। হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশনের অন্তর্ভুক্ত রয়েছে ৩০-এর বেশি অনুদান, স্কলারশিপ ও ঋত মওকুফ প্রোগ্রাম, যার মধ্যে রয়েছে নিউইয়র্ক স্টেট টিউশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামও এক্সেলসিয়র স্কলারশিপ। এসব প্রোগ্রামের মাধ্যমে হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশন শিক্ষার্থী, পরিবার এবং কাউন্সেলরদের সহায়তা করে নিউইয়র্কের শত শত হাজার শিক্ষার্থীকে কলেজের স্বপ্ন পূরণে সহায়তা করছে।