২০ সেপ্টেম্বর ২০১২, শুক্রবার, ০৫:২৮:২৮ অপরাহ্ন


আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি টিপু ও সম্পাদক হোসেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৪
আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি টিপু ও সম্পাদক হোসেন অনুষ্ঠানে উপস্থিতি


আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সাংগঠনিক কার্যক্রম গ্রহণ ও কমিটির সভাপতি আতিকুর রহমান সালুর মৃত্যুতে নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে কার্যকরি পরিষদের বর্ধিত সভা সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ টিপু সুলতানের সভাপতিত্বে জ্যামাইকাস্থ স্টার কাবার অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। 

গত ২৫ আগস্ট রোববার অনুষ্ঠিত সভায় এক প্রস্তাবে সভাপতি আতিকুর রহমান সালুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাছাড়া কমিটির অন্যতম সদস্য আওলাদ হোসেন খানের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করা হয়।

সভায় এক প্রস্তাবে সৈয়দ টিপু সুলতানকে সভাপতি ও মোহাম্মদ হোসেন খানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয় এবং তাদের ওপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়।

সভায় বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-জনতার গণআন্দোলনের সাফল্যে ছাত্রদের সাহস ও আত্মাহুতির সোপানতলে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জনকে এক গৌরবোজ্জ্বল মহা-ইতিহাস হিসেবে অভিহিত করা হয়।

সভায় প্রস্তাবনায় বর্তমান নোবেলজয়ী প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যে কামনা করে দেশের গণতান্ত্রিক ও কোটাবিরোধী আন্দোলনে নিহত ও আহত ছাত্র-জনতার আত্মোৎসর্গকে স্বর্ণাক্ষারে ইতিহাসে লিপিবদ্ধ করে রাখার শপথ নেওয়া হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম সিকদার, উপদেষ্টা মোহাম্মদ হোসেন, অন্যতম রাজনীতিক লুৎফুর চৌধুরী হেলাল, প্রফেসর দেলোয়ার, ইমরান আনসারী, কাজী আজম, ফিরোজ আহমেদ, মোহাম্মদ আলী, হায়দার আকবর কিরণ, রওশন আরা বেগম, এমডি আব্দুস সোবহান ও ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের।

সভায় আগামী ১৭ নভেম্বর বিকাল ৩টায় জ্যাকসন হাইটস্থ জুইশ সেন্টারে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনের কথাও ঘোষণা করা হয়।

শেয়ার করুন