১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:১৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বিএনপি নিউজার্সি নর্থের ইফতার ও দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৪-২০২২
বিএনপি নিউজার্সি নর্থের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিতির একাংশ


বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ’র উদ্যোগে গত ৯ এপ্রিল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় প্যাটারসনের একটি মিলনায়তনে। নিউজার্সি বিএনপির আহ্বায়ক সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে এবং মোহাম্মদ মহসিনের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক এজিএস, সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। 

নিউজার্সি বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব আলাউর খন্দকার, হোসেন পাঠান বাচ্চু, গোলাম রাব্বানী চৌধুরী শাহীন, অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, চেয়ারম্যান আনহার মিয়া, হাসনাত বখশ নওশাদ, মিনহাজ আহমেদ, জয়নুল হক, কামরান হাদী, সৈয়দ খালিদ আলী, মুজিবুল ইসলাম, লুত্ফুর হোসেন, মোহাম্মাদ ইউনুছ, আবুল কালাম। আব্দুল আউয়াল শিপার প্রমুখ।

নিউইয়র্ক থেকে অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন নিউইয়র্ক বিএনপি নেতা এবাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ এবং যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুর খান হারুন।

বিপুল সংখ্যক নেতা কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোছুফ চৌধুরী, আতিকুল ইসলাম শাহীন, রেজোয়ান আহমদ, কুতুব উদ্দিন, মঈন উদ্দিন ভুইয়্যান, মাহবুব আহমদ, এনাম চৌধুরী, আলমগীর শামিম, জাকারিয়া খান, আব্দুল মুহিত, ইয়ামিন আলী, মিজানুর রহমান, মেরাজ আহমদ প্রমুখ।

সভায় সম্প্রতি ঢাকায় তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ঢাকা দণি বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর গ্রেফতারের তীব্র প্রতিবাদ করা হয় ও অবিলম্বে তাদের মুক্তি দাবি করা হয়। এ ছাড়াও দেশমাতা বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানসহ গোটা মুসলিম জাহানের মানুষের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ সৈয়দ খুবায়েব আলী।

শেয়ার করুন