৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:৫৬:৩১ অপরাহ্ন


কুমিল্লা সোসাইটির সাধারণ সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০১-২০২৫
কুমিল্লা সোসাইটির সাধারণ সভা কুমিল্লা সোসাইটির সভায় নেতৃবৃন্দ


কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সাধারণ সভা অনুষ্ঠিত হলো ৫ জানুয়ারি। সভাপতিত্ব করেন মিয়া মোহাম্মদ দাউদ ও সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা এইচ এম মিজানুর রহমান।

স্বাগত বক্তব্যে সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, নতুনত্ব প্রত্যাশা করছি। বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রশংসা করেন। হাফেজ মাওলানা এইচ এম মিজানুর রহমান বিগত দিনের হিসাব পেশ করে, স্বচ্ছতার নিরিখে সবার মন্তব্য জানতে চান। বিগত দিনে সফলতার হাত ধরে সংগঠনটি শিক্ষাক্ষেত্রে মেধাবি ছাত্রছাত্রীদের সহায়তা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কাজে অবদান রেখে চলেছে বলে উল্লেখ করেন। গণতন্ত্রকে সম্মান দেখিয়ে নতুন কমিটি গঠনে গঠনমূলক মতামত দিয়ে আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ সানাউল্লাহ, সাহিন আলম (মুরাদনগর ), সালমা সুমি, তোফায়েল আহমেদ চৌধুরী, আবুল খায়ের আকন্দ, মো. আব্দুল খালেক, অ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক সেতু, আবুল বাশার মিলন, রিপন সরকার ও মিয়া মোহাম্মদ দাউদ প্রমুখ।

অতিথির মধ্যে আরো ছিলেন- আলহাজ মোহাম্মদ টি মোল্লা। ইঞ্জিনিয়ার আব্দুল খালেক নতুন কমিটিকে (২০২৫-২৬) উদ্দেশ্যে করে বলেন, সংগঠনে কুমিল্লা জেলার সুযোগ্য সন্তানদের অন্তর্ভুক্ত করা, উদ্যোমী সদস্য খুঁজে বের করার আহ্বান, যারা প্রয়াত তাদের জন্য দোয়া প্রার্থনা করে বলেন, নতুন কমিটির কাছে প্রত্যাশা অন্তত ৫০টি কবরের স্থান ক্রয়ের লক্ষ্যমাত্রা যেন স্থির করা হয়।

সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ২০২৫-২৬ মেয়াদে সবার সমন্ব^য়ে একটি সুন্দর কমিটির প্রত্যাশায় নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে তিনি নাম আহ্বন করেন। এরপর তিন সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়। এরা হলেন- কমিশনার আবুল বাশার মিলন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক এবং আবুল খায়ের আকন্দ।

উপস্থিত সদস্যদের মধ্য থেকে নয়া কমিটির কর্মকর্তাদের নাম আহ্বানের পর সকলের সম্মতিতে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক (২০২৫-২৬)-এর নয়া কার্যকরি কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এরা হলেন- সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, মাস্টার সাধারণ সম্পাদক রিপন সরকার ও সাহিন আলম-কোষাধ্যক্ষ।

সাধারণ সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন- মনির হোসেন, মাজারুল ইসলাম, সাহিন আলম, আশরাফুল ইসলাম পাপ্পু, এম এ জিন্নাহ্, কফিল আহমেদ, খোরশেদ আহমেদ, আব্দুল হক, আলী আজম বাবুল, সুমনা আহমেদ, সাখাওয়াত হোসেন সেলিম, আমানুল ইসলাম, কাজী রবিউজ্জামান।

শেয়ার করুন