২০ সেপ্টেম্বর ২০১২, শুক্রবার, ০৪:০৫:৪৫ অপরাহ্ন


মুসলিম শিশু হত্যাচেষ্টার অভিযোগে এলিজাবেথ অভিযুক্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৪
মুসলিম শিশু হত্যাচেষ্টার অভিযোগে এলিজাবেথ অভিযুক্ত ক্যাপিটল মার্ডারের অভিযোগে অভিযুক্ত এলিজাবেথ উলফ


টেক্সাসে মুসলিম শিশুকে সুইমিং পুলে ডুবিয়ে হত্যাচেষ্টা ও আরেক শিশুকে আহত করায় গ্রেফতারকৃত মহিলা এলিজাবেথ উলফের বিরুদ্বে ক্যাপিটল মার্ডারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। গত ১৫ আগস্ট টেক্সাসের টরন্টো কাউন্টি গ্র্যান্ড জুরি কর্তৃক ১০ বছরের কম বয়সী শিশুকে ক্যাপিটল মার্ডারের প্রচেষ্টা এবং একটি শিশুকে আহত করার অভিযোগে এলিজাবেথ উলফকে অভিযুক্ত করেছে। অভিযোগে গ্র্যান্ড জুরি এটিকে ঘৃণামূলক অপরাধ বলে অন্তর্ভুক্ত করেছেন। ক্যাপিটল মার্ডার হলো হত্যার অভিযোগে অভিযুক্ত হওয়ার অর্থ হলো অভিযুক্তকে হত্যার জন্য সন্দেহ করা হচ্ছে। যার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। উলফ বর্তমানে টারান্ট কাউন্টি জেলে রয়েছেন এবং তার জামিন এক মিলিয়ন ডলারে নির্ধারণ করা হয়েছে।

আদালতে অভিযোগ অনুসারে, টেক্সাসের ইউলেস সিটির একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পুলে গত ১৯ জুন বিকাল ৫টা ৪৪ মিনিটে ৩ বছর বয়সী ফিলিস্তিনি মুসলিম শিশুকে ডুবিয়ে মারার চেষ্টা করেন এবং আরেক শিশুকে আহত করার অভিযোগ আনা হয়েছে। ঘটনার সময় মিসেস এইচ নামে একজন ফিলিস্তিনি মহিলা তার ছয় বছর বয়সী ছেলে ও তিন বছর বয়সী মেয়ে নিয়ে পুলের ধারে বসেছিলেন। পুলিশ জানায়, ইউলেসের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স পুলে গত ১৯ মে বিকাল ৫টা ৪৪ মিনিটের দিকে ‘দুই মহিলার মধ্যে ঝামেলা’ নিয়ে ৯১১ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।

পুলিশ জানায়, অভিযুক্ত এলিজাবেথ উলফ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স পুলে মিসেস এইচ নামে পরিচিত একজন হিজাব পরিহিত ফিলিস্তিনি মুসলিম মহিলার কাছে গিয়ে বর্ণবাদী মন্তব্য করতে শুরু করে। শিশুটির ৩২ বছর বয়সী মা পুলিশকে বলেছেন যে, অভিযুক্ত আঁততায়ী এলিজাবেথ ওলফ তাকে প্রশ্ন করেছিলেন তিনি কোথা থেকে এসেছেন এবং তারা আমেরিকান কি না। পুলের ধারে থাকা দুটি শিশু তার কি না। এলিজাবেথ ওলফ সঙ্গে সঙ্গে জাতিগত মুসলিম বিদ্বেষী গালাগালি শুরু করেন। এলিজাবেথ পুলের ধারে থাকা ৬ বছর বয়সী ছেলেকে আঁকড়ে ধরার চেষ্টা করেন। ছেলেটি তখন পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।

টেক্সাসের টরন্টো কাউন্টি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উলফ ৬ বছর বয়সী ওপর ছেলেটিকে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশের অভিযোগ ও আদালতের নথি অনুযায়ী, ৬ বছর বয়সী শিশুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটিকে উলফ হাত দিয়ে ধরেছিলেন এবং হাতে আছড়ানোর ফলে সে আহত হয়েছিল।

মিসেস এইচ তার ছেলেকে সাহায্য করতে যান, কিন্তু উলফ ৩ বছর বয়সী মেয়েটিকে ধরে পানির নিচে চেপে ধরেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উলফ মিসেস এইচকে লাথি মারেন এবং তার হিজাব খুলে নেন ও তাকে আঘাত করেন বলে কেয়ার জানিয়েছে। এ সময় এক ব্যক্তি পানিতে ঝাঁপিয়ে পড়ে ছোট মেয়েটিকে উদ্ধার করেন। সাক্ষীরা ইউলেস পুলিশকে জানায়, পুলিশ তাকে হাতকড়া পরানোর সময় তিনি চিৎকার করে বলেন, ‘আমি তাকে হত্যা করবো এবং আমি তার পুরো পরিবারকে হত্যা করবো।’

ইউলেস পুলিশ টরন্টো কাউন্টি ফৌজদারি জেলা অ্যাটর্নির অফিসকে এটি একটি ঘৃণা অপরাধ হিসাবে মামলা পরিচালনা করতে বলেছে। প্রেসিডেন্ট জো বাইডেন উলফের কর্মকাণ্ডের নিন্দা করেছেন।

শেয়ার করুন