১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০১:৪৬:৩৩ পূর্বাহ্ন


চট্টগ্রাম সমিতির নির্বাচন
ওজনপার্কে মাকসুদ-মাসুদ পরিষদের সভায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২৪
ওজনপার্কে মাকসুদ-মাসুদ পরিষদের সভায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বক্তব্য রাখছেন মাকসুদুল হক চৌধুরী


চট্টগ্রাম সমিতির আসন্ন নির্বাচনে প্রতিদন্দ্বী প্যানেল মাকসুদ-মাসুদ পরিষদের পরিচিতি সভা গত রোববার সন্ধ্যায় ওজন পার্কের আবদুল্লাহ ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ মোহাম্মদ জাফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মো. আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য চট্টগ্রাম সমিতির ট্রাস্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান সিরাজী, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট অ্যাকাউন্টেন্ট সরওয়ার জামান চৌধুরী সিপিএ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও প্রতিষ্ঠাতা সদস্য হাসান চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, সাবেক উপদেষ্টা ও সাবেক যুগ্ম-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী শফিউল আলম, মিরসরাই সমিতির উপদেষ্টা সেলিম চৌধুরী, চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক মেহবুবর রহমান বাদল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. জসিম উদ্দীন, সাধন কর, মিরসরাই সমিতির সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান, মিরসরাই সমিতির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিল্টন, মিরসরাই সমিতি ইউএসএ এনএর উপদেষ্টা হাফিজ উদ্দীন, জয়নাল আবেদিন জাহাঙ্গীর, সাতকানিয়া সমিতির সভাপতি মো. আবুল কাসেম, আনোয়ারা বারখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম শাহাজাহান চৌধুরী, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি আবদুল হাই জিয়ার সহোদর আবু মুছা, মিরসরাই সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন ভুঁইয়া, আজীবন সদস্য নাছির উদ্দীন নাদের, কক্সবাজারের কৃতীসন্তান মোহাম্মদ মন্নান, আবদুল হামিদ, আনোয়ার চৌধুরী, অ্যাডভোকেট আবু তাহের আবদুল হালিম, মহিউদ্দীন, মোহাম্মদ মিল্লাত, লুলু বডুয়া প্রমুখ।

সভার সময়সূচি সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও বাদ মাগরিব অনুষ্ঠন শুরু হয়। অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো হল লোকে ভরপুর হয়ে যায়! এতে বুঝা যায় মাকসুদ-মাসুদ পরিষদের এই সভায় ওজন পার্ক এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সভা শেষ না হওয়া পর্যন্ত সবাই নিজ নিজ স্থানে বসা ছিলেন। বক্তব্য পর্বের মাঝামাঝি সময়ে বিপুলসংখ্যক চট্টগ্রামবাসীর উপস্থিতিতে মাকসুদ-মাসুদ পরিষদের প্রার্থীদের পরিচিত করিয়ে দেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মেহবুবর রহমান বাদল। প্রার্থীদের নাম ডাকার সঙ্গে সঙ্গেই প্রার্থীরা সংক্ষিপ্তভাবে নিজ নিজ পরিচিতি তুলে ধরেন। সভায় অথিতিবৃন্দ ছাড়াও সভাপতি প্রার্থী মাকসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসুদ সিরাজী, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মুকতাদির বিল্লাহ ও সহ-সভাপতি প্রার্থী মওলানা আইয়ুব আনসারী বক্তব্য রাখেন। 

বক্তারা চট্টগ্রাম সমিতির দীর্ঘদিনের অনিয়ম তুলে ধরে বলেন, এবারের নির্বাচনে যোগ্য, মেধা ও অভিজ্ঞ তরুণ প্রতিনিধিদের নির্বাচিত করতে হবে অন্যত্থায় চট্টগ্রাম সমিতি অতীতের মতো পুনরায় গর্তে পড়ে যেতে পারে। সংগঠনকে সাংগঠনিকভাবে চালাতে হলে আগামীদিনে মাকসুদ-মাসুদ পরিষদের বিকল্প নেই। তারা আরো বলেন, নোংরামি করে সংগঠনের উন্নয়ন কিংবা মানুষের কল্যাণ করা যায় না, তার জন্য দরকার সততা, নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতা। মাকসুদ-মাসুদ পরিষদের সব প্রার্থীর অদম্য সাহস ও দক্ষতা নিয়ে চট্টগ্রাম সমিতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অন্যদিকে এজন্য পরিষদে যারা আছেন, তাদের অতীত কার্যক্রম থেকে বোঝা যায়, তারা তাদের অতীতের দায়িত্বসমূহ সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন।

প্রার্থীরা একটি বার তাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য সব চট্টগ্রামবাসীর প্রতি বিনীত আবেদন জানান। 

উল্লেখ্য, দীর্ঘ প্রায় সাত বছরের অধীর সময় পর চট্টগ্রাম সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ব্রুকলিন ও জ্যামাইকা কেন্দ্রে এবং নিউইয়র্কের বাইরের কেন্দ্রগুলোতে একই দিন সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

সভাপতি মো. জাফর আহমদ চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

পেনসিলভানিয়াতে মাকসুদ-মাসুদ পরিষদের পরিচিতি সভা

নিউইয়র্ক শহর থেকে প্রায় ১০০ মাইল দূরে যুক্তরাষ্ট্রের পুরোনো অঙ্গরাজ্যগুলোর মধ্যে অন্যতম একটি অঙ্গরাজ্য হচ্ছে নিউইয়র্ক, নিউজার্সির কিছুটা দক্ষিণে অবস্থিত পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া, আপার ডার্বি, মেলবোর্ন সিটি। যেখানে কয়েক সহস্রাধিক চট্টগ্রামবাসীর বসবাস। ফিলাডেলফিয়া এবং মেলবোর্ন শহরের মাঝামাঝি অবস্থিত আপার ডার্বি শহরের বহুল পরিচিত আল-শাফা পিৎজা ও গ্রিল রেস্টুরেন্টে গত ১ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল আসন্ন চট্টগ্রাম সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেল মাকসুদ-মাসুদ পরিষদের প্রাার্থীদের পরিচিতি সভা। 

পেলসিলভানিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চট্টগ্রামের কৃতীসন্তান মোহাম্মদ ইউনুস মিয়া সওদাগরের সভাপতিত্বে এবং চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ, তথা চট্টগ্রামের গর্ব মেলবোর্ন শহরের নির্বাচিত মেয়র, মূলধারার রাজনীতিবিদ মাহবুবুল আলম তৈয়ব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য, চট্টগ্রাম সমিতির বোর্ড অব ট্রাস্টির সাবেক কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজী, বাংলাদেশি কমিউনিটি অব পেনসিলভানিয়ার সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ চৌধুরী, বাংলাদেশ কমিউনিটি অব পেনসিলভানিয়ার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মঈন উদ্দীন (মঈনুল), মেলবোর্ন শহরের সাবেক নির্বাচিত কাউন্সিল মেম্বার ফেরদাউস ইসলাম, বাংলা নিউজের সম্পাদক ও টাইম টেলিভিশনের প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতীছাত্র বিশিষ্ট সমাজসেবক শেখ খোরশান, চট্টগ্রাম সমিতির সিনিয়র আজীবন সদস্য, সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাজী শফিউল আলম, চট্টগ্রাম সমিতির সাবেক উপদেষ্টা ও মাকসুদ-মাসুদ পরিষদের পরিচালনা কমিটির সদস্যসচিব বিশিষ্ট সমাজসেবক মো. জসিম উদ্দীন এবং বিশিষ্ট সমাজসেবক ও ওই অঙ্গরাজ্যের একটি পেশাদার সংগঠনের নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ। 

এছাড়াও স্থানীয় অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রাম সমিতির সাবেক কর্মকর্তা মো. বখতিয়ার, সংগীতশিল্পী জলি দাস, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার (শুক্কুর), মোহাম্মদ উদ্দীন, মোহাম্মদ ইসমাইল, রাজনীতিবিদ মো. সেলিম চৌধুরী, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ আলাউদ্দীন, মনসুর আলম, আবু খালেক সেলিম, মো. এহসান চৌধুরী, হিমাদ্রী হিমু, মোহাম্মদ সেলিম, স্বপন দাস, মোহাম্মদ ইসহাক, নুরুল আবছার, এম নাছির উদ্দীন, মোহাম্মদ ফজলুল করীম, এহসান খান, আবদুল হামিদ, আবদুল হালিম, শফি সিকদার, মুহাম্মদ দিদার ও আবু তাহের প্রমুখ! 

প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী মাকসুদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসুদ হোসেন সিরাজী, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মুকতাদির বিল্লাহ, সহ-সভাপতি পদপ্রার্থী আইয়ুব আনসারী, যুগ্ম-সম্পাদক পদপ্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া, কোষাধ্যক্ষ পদপ্রার্থী সুমন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ফরহাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী সুশান্ত দত্ত, সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী আকতারুল আজম, সহ-দফতর সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ জে. আবেদীন আতিক, সদস্য পদপ্রার্থী শাহা আলম ও মো. শওকত আলী। 

স্থানীয় অতিথি এবং বক্তাদের বিভিন্ন প্রশ্ন ও দাবির উত্তরে মাকসুদ-মাসুদ পরিষদের বক্তারা বলেন, উত্তর আমেরিকার বৃহত্তম একটি সংগঠন চিটাগাং অ্যাসোসিয়েসন এ সংগঠনটি বিভিন্ন সময় তার সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যায়, তার অন্যতম কারণ নেতৃত্বের দুর্বলতা এবং তথাকথিত মুরব্বিদের হস্তক্ষেপ, দীর্ঘ প্রায় চার দশক পূর্বে কয়েকজন তরুণের হাতে গড়া এই সংগঠনটি গত প্রায় এক দশক থেকে অচল অবস্থায় চলে যায়, চট্টগ্রামবাসীর আশা-আকাক্সক্ষার প্রতিফলন না ঘটায় চাটগাঁবাসী এই সংগঠন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলেন, সত্যিকার অর্থে দক্ষ একটি কার্যকরি পরিষদ এই সংগঠনের দায়িত্ব ফেলে সংগঠনটি তার পুরোনো ঐতিহ্য ফিরে পাবে। তারা আরো বলেন, যেহেতু চট্টগ্রাম সমিতির পরিধি পুরো উত্তর আমেরিকাব্যাপী তাই মাকসুদ-মাসুদ পরিষদ জয়ী হলে যেসব অঙ্গরাজ্যে পাঁচ শতাধিক চট্টগ্রামবাসী বসবাস করে সেসব অঙ্গরাজ্যে একটি করে শাখা চালু করা হবে। পর্যায়ক্রমে ওইসব অঙ্গরাজ্যে মূল সংগঠন চট্টগ্রাম সমিতির তত্ত্বাবধানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে, যাতে করে মূল শাখা নিউইয়র্কের সঙ্গে অন্যান্য অঙ্গরাজ্যের সেতুবন্ধন স্থাপন করা যায়। 

সভাপতি পদপ্রার্থী মাকসুদ চৌধুরী হাবীব বিল্লাহ কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের কমিটির আন্তরিকতা ও ত্যাগের কারণে দীর্ঘদিনের অচলাবস্থা কাঠিয়ে আজ আমরা নির্বাচন করার সুযোগ পেয়েছি। হাবীব বিল্লাহ কমিটির ত্যাগ ও আন্তরিকতা না থাকলে এই সংগঠনটি হয়তো আজো অচলাবস্থার মধ্যে থাকতো। তিনি বলেন, তার পরিষদ জয়ী হলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন কমিটি রয়েছে, তাদের কাজের ধারাবাহিকতা রক্ষা করে সংগঠনের কর্মপরিধি বিস্তারের মাধ্যমে চট্টগ্রাম সমিতিকে সব চট্টগ্রামবাসীর প্রাণের সংগঠনে পরিণত করা হবে। অতীতের সব অনিয়ম তদন্তের মাধ্যমে সঠিক পরিসমাপ্তি করা হবে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন থেকে ব্যালটের নমুনা হাতে ফেলে শিগগিরই মাকসুদ-মাসুদ পরিষদের কর্মপরিকল্পনা সাধারণ সদস্য-সদস্যাদের কাছে ডাকযোগে প্রেরণ করা হবে। তিনি চট্টগ্রাম সমিতির সব সদস্যের প্রতি আকুল আবেদন করে বলেন, শুধু একটি বার এ তরুণ শিক্ষিত কর্মঠ পরিশ্রমীদের সমন্বয়ে গঠিত প্যানেলকে জয়ী করে চট্টগ্রাম সমিতিকে সত্যিকারে চট্টগ্রামবাসীর প্রাণের সংগঠনে পরিণত করার সুযোগ দিন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য প্রদান করেন।

অসুস্থদের জন্য দোয়া মাহফিল

চট্টগ্রাম সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও প্রতিষ্ঠাতা সদস্য হাসান চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আলহাজ মোহাম্মদ জাফর, সাবেক সভাপতি ইলিয়াছ মিয়ার সহধর্মিণী, চট্টগ্রাম সমিতির অন্যতম পুরোনো সদস্য খায়রুল বাশার, সাতকানিয়া সমিতির সভাপতি আবুল কাসেম, আবদুল হামিদ, মোহাম্মদ হোসাইনসহ যেসব ভাই ও বোনেরা অসুস্থ আছেন, সবার সুস্থতা কামনা করে মাকসুদ-মাসুদ পরিষদের পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। গত ৪ অক্টোবর শুক্রবার বাদ এশা ব্রুকলিনের প্রধান নির্বাচনী অফিসে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বায়তুল জান্নাত জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মওলানা আশরাফ উল্লাহ!

ওই দোয়া মাহফিলে মাকসুদ-মাসুদ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, প্রার্থী ও বিপুলসংখ্যক চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন